খবরে প্রকাশ যুক্তরাজ্যে প্রথম সমকামী বিয়ে অনুষ্ঠিত । যুক্তরাজ্যের ব্রিংটনে গতকাল শুক্রবার দেশটির প্রথম সমকামী বিয়ে সম্পন্ন হয়েছে। এএফপির খবরে আজ শনিবার এ কথা জানানো হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিয়ের ঘটনাকে দেশের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন। বিষয়টি উদযাপনের জন্য ব্রিটিশ সরকারি কার্যালয়ে একটি সাতরঙা পতাকা ওড়ানো হয়।
ব্রিংটনের নেইল অ্যালার্ড ও অ্যান্ড্রো ওয়েল আংটি বদল করে যুগল জীবনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। এই বিয়ের অনুষ্ঠানে অন্তত ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
বিয়ের পর ৪৯ বছর বয়সী নাট্য পরিচালক ওয়েল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘অবশেষে এই দিনটি আসায় আমরা খুশি। এটি খুবই আনন্দের।’
এদিকে পিঙ্ক নিউজে লেখা এক নিবন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনি সাধারণ বা সমকামী যাই হন না কেন, যুক্তরাজ্যে এখন আর এটি গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্র আপনার সম্পর্ককে একই মর্যাদায় দেখবে।’
সমকামিতা কি
সমকামিতা ( Homosexuality) একটি যৌন প্রবৃত্তি, যার দ্বারা সমলিঙ্গের ব্যক্তির প্রতি যৌন আকর্ষণ বোঝায়। এইরূপ আকর্ষণের কারণে সমলিঙ্গীয় মানুষের মধ্যে প্রেম বা যৌনসম্পর্ক ঘটতে পারে। প্রবৃত্তি হিসেবে সমকামিতা বলতে বোঝায় মূলত সমলিঙ্গের ব্যক্তির প্রতি "এক যৌন, স্নেহ বা প্রণয়ঘটিত এক ধরনের স্থায়ী ও প্রাকৃত প্রবণতা"। এই ধরনের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিগত বা সামাজিক পরিচিতি, এই ধরনের আচরণ এবং সমজাতীয় ব্যক্তিদের নিয়ে গঠিত এক সম্প্রদায়ের সদস্যতাও নির্দেশিত হয়।"
সমকামিতা সম্পর্কে ইসলাম কি বলে
সমকামিতা হল কবিরা গুনাহ। ইসলামে কঠোর ভাবে এটা থেকে বেঁচে থাকতে বলা হয়েছে।। সমকামিতা কারী গন/কারিনী লানত প্রাপ্ত ইহকালে এবং পরকালেও।
লুত আ. -এর জামানায় সমকামিতা খুব বড় আকারে বেড়ে গিয়েছিল। সেই সম্প্রদায়কে চার প্রকার আযাব ও শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
ক. তাদেরকে কানা করে দেওয়া হয়েছি [সুরা ক্বামার/৩৭]
খ. তাদের মাঝে ভীষণ এক শব্দ প্রেরণ করা হয়েছিল [সুরা হিজর/৭৩]
গ. তাদের গ্রাম শহরকে উল্টে দিয়ে উর্ধ্বভাগকে নিম্নে করে দেওয়া হয়েছিল।
ঘ. তাদের উপর ক্রমাগত কাঁকর, পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
আল্লাহ তা’আলা লুত আ. এর উক্তি উল্লেখ করে বলেন -
أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ
সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
”Go you in unto the males of the ’Alamîn (mankind),
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُم بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
”And leave those whom Allah has created for you to be your wives? Nay, you are a trespassing people!” [সুরা শ'আরা/১৬৫-১৬৬]
‘লুতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম এবং তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যার আধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল। ওরা ছিল মন্দ ও ফাসেক সম্প্রদায়’ [সুরা আম্বিয়া/৭৪]
মহানবী সা. ‘সে ব্যক্তি অভিশপ্ত, যে ব্যক্তি লুত আ. এর সম্প্রদায়ের মত সমকাম করে’ [আহমাদ, সহীহুল জা'মে/৫৮৯১]
সমকামিতা সম্পর্কে ইসলাম এর বিধান
‘তোমরা যে ব্যক্তিকে লুত নবীর উম্মতের মত সমকামে লিপ্ত দেখবে সে ব্যক্তি ও তার সহকর্মীকে হত্যা করে ফেলো’ [আহমাদ, আবু দাউদ/৪৪৬২, তিরমিযী, ইবনে মাজাহ/২৫৬১]
‘আল্লাহ তা’আলা সেই ব্যক্তির দিকে চেয়েও দেখবেন না, যে ব্যক্তি কোন পুরুষের মলদ্বারে অথবা কোন স্ত্রীর পায়খানা দ্বারে সঙ্গম করে’ [তিরমিযী, ইবনে হিব্বান, নাসাঈ, সহীহুল জা'মে/৭৮০১]
হে আল্লাহ তুমি আমাদের হেফাজত কর।। তুমি হেফাজত কারী।।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৪