এই ১০/১২ বছর আগেও ঢাকার রাস্তায় সর্বশেষ দেখা গেছে মুড়ির টিন। রামপুরা রোডে বীরদর্পে চলাচল করতো এরা...
কোন এক কাজে যাচ্ছিলাম- চড়েছি মুড়ির টিনে, পিছনের দড়জা দিয়ে। আমি ওঠার পর দুইজন মাটিকাটা শ্রমিক গোছের লোক উঠেছে- একজনের হাতে টুকড়ি আরেকজন নিয়েছে শাবল। শাবল খানা খাড়া করে ধরে শাবল ওয়ালা দাড়িয়েছে গেট বরাবর
বাস ছেড়ে দিলো...
কিছু মানুষ থাকে যারা বাস ছেড়ে দিলে ওঠার জন্য দৌড়াতে থাকে... সেরকম ৩/৪ জন লোক দৌড়ে উঠতে লাগলো এবং ধরার অবলম্বন হিসেবে শাবলটাকেই বেছে নিলো হ্যান্ডেল মনে করে...
আর যায় কৈ... শাবল ওয়ালাতো হচকচায়া গেল [ও ভাবতাছে ওর শাবল বুঝি কাইড়া নিয়া গেলগা]... আমি সহ কয়েকজন আউগ্গায়া গেলাম- শক্ত কৈরা ধরলাম শাবলটাকে যাতে ঝুলন্ত লোকগুলি ডলা না খায়... এর মধ্যে বাসের ভিতরের পাবলিক বুঝে গেছে - কাহিনী সাসপেন্সের দিকে গড়াইতাছে [হেরপর ট্রাজেডি ]।
সবাই একসাথে চিৎকার করা শুরু করলো.. ভাই ভাই এইডা হ্যান্ডেল না এইডা শাবল... ঝুলন্ত লোকগুলি কিছু বুঝতে না পেরে এইবার শক্ত করে দুই হাতে জড়িয়ে ধরলো শাবলটাকে...
পাবলিকের দাপড়ানি দেখে বাস ড্রাইভার মনে করলো না জানি কি হৈছে... ব্যাটা স্পিড দিলো আরো বাড়িয়ে...
বেশ কিছুক্ষন এইরকম তামশা চলার পর ঝুলন্ত লোকগুলো বুঝলো আসলে এই বাসের হ্যান্ডেলই নাই...
ততক্ষন আমরা কয়েকজন শক্তি পরীক্ষা দিয়া উঠলাম...ওফ্...আর কত কিছু যে দেখতে হপে...
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১