দিন চারেক আগে ইনস্তাগ্রামে একটা ভিডিও চোখে পড়লো। জিম প্যারসন (দ্য বিগ ব্যাং থিওরি-র শেলডন কুপার) এক বালতি বরফশীতল পানি মাথায় ঢালছেন এবং কিছু বন্ধুকে একই চ্যালেঞ্জ দিলেন।
পেছনের কারণ জানতে কৌতুহল হল। নেট ঘেটে দেখা গেল, বিগত কয়েক মাসে ফেসবুক, ইউটিউব টুইটার আর ইনস্তার কল্যাণে অনেক সেলিব্রেটিকেই মাথায় বরফ-পানির বালতি উল্টাতে দেখা গেছে। হলিউড-বলিউড সেলিব্রেটি থেকে শুরু করে রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, ক্রীড়াবিদ কে নেই সে তালিকায়? এমনকি এ তালিকায় আছেন খোদ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। কিন্তু কেন?
“The Ice Bucket Challenge” বা “ALS Ice Bucket Challenge” – এ নামেই ডাকা হচ্ছে এটাকে। আপনাকে যেটা করতে হবে তা হল কেউ আপনাকে চ্যালেঞ্জ করার ২৪ ঘন্টার মধ্যে এক বালতি বরফ শীতল পানি মাথায় ঢালতে হবে। এটা ভিডিও করে শেয়ার করবেন ইউটিউব, টুইটার বা ইনস্তাগ্রামে। এটাকে আরও মজার করার জন্য আপনি আপনার কয়েকজন বন্ধুকেও এই চ্যালেঞ্জ করতে পারেন, যা তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে করতে হবে। এর সাথে সাথে আপনাকে ডোনেট করতে হবে ALS Association এ ।
ALS বা Amyotrophic Lateral Sclerosis (মোটর নিউরন ডিজিজ) নিয়ে জনসচেতনতা তেমন একটা ছিল না বললেই চলে। কিন্তু Ice Bucket Challenge এর কল্যাণে দেখা গেল, এটা সামাজিক মাধ্যম গুলোতে ভাইরাল হবার পর ALS Association ১৫.৬ মিলিয়ন ডলার ডোনেশন পেয়েছে, আগের বছর একই সময়ে (২৯ জুলাই থেকে ১৮ আগস্ট) যা ছিল $১.৮ মিলিয়ন!
** এই চ্যালেঞ্জ এর বেশ কিছু ভারসন আছে। কোনটায় বলা হয় , ‘হয় ডোনেট করতে হবে নতুবা মাথায় পানি ঢালতে হবে’ । আরেকটা এরকম যে আপনি মাথায় পানি ঢালবেন এবং দশ ডলার ডোনেট করবেন। পানি ঢালতে না চাইলে আপনাকে ১০০ ডলার ডোনেট করতে হবে।
** আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও এ চ্যালেঞ্জের সম্মুখীন হন। তাকে চ্যালেঞ্জ করেন ইথেল কেনেডি। তিনি অবশ্য ১০০ ডলার ডোনেট করে পার পান।
মজার ব্যাপার হচ্ছে, সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারও চ্যালেঞ্জ দেন প্রেসিডেন্ট ওবামাকেই!
ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ অবশ্য চ্যালেঞ্জ পুরো করেছেন। তিনি ফিরতি চ্যালেঞ্জ ছুঁড়েছেন আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে।
কারা Ice Bucket Challenge এ অংশ নিয়েছেন তাদের তালিকাতে চোখ বুলাতে চাইলেঃ
আইস বাকেট চ্যালেঞ্জে অংশ নেয়া সেলিব্রেটিরা
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া