যে সময়ের কথা বলছি তখন আমরা সবাই ডিজুসের আজাইরা প্যাঁচাল অফারে মজে আছি । আমাদের ঘুমের প্যাটার্ন বদলে গেল । রাতভর কনফারেন্সে ফিসফিস করি । আর সকালে স্কুলে রাণীক্ষেত রোগে আক্রান্ত মুরগির মত ঝিমাই ।
তো এমনই এক রাতে আড্ডা দিচ্ছি কনফারেন্সে । কোন একটা কথায় আমার 'হা হা প গে' টাইপ হাসি পেয়ে গেল । আমি শব্দ
করে না হাসার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি । এতে হিতে বিপরীত হল । বেশ জোরে হেঁচকি তুলে হাসার মত একটা আওয়াজ হল ।
সেই শব্দে পাশের রুমে আমার বাবার ঘুম গেল ভেঙ্গে । তিনি চেঁচিয়ে উঠলেন,
'কি রে! কি হইছে? কাঁদিস ক্যান?'
আমি নাকি ঘুমের মধ্যে কথা বলি । আমি চুপ করে গেলেই আমার আব্বাজান সেরকম কিছু একটা ধরে নিবেন ।
কাহিনী খতম ।
কিন্তু আমি কাবোদাচোর মত বলে বসলাম,
'কান্দি না আব্বা, হাসি!'
তারপরে কি হল তা আর নাই বলি....
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৯