দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। গত ২৭ জানুয়ারী কাউন্সিলের পর এটিই তাদের প্রথম কর্মী সম্মেলন।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ত্ব করেন রাবি ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির জয়। প্রধান বক্তা ছিলেন শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু। সম্মেলনে ছাত্রলীগ নেতাকমীরা রাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। ছাত্রলীগ নেত্রী রুনা ছাত্রশিবিরের নেতাকর্মীদের কর্মকান্ডের প্রসংসা করে বলেন, ভর্তি পরীক্ষার সময় ছাত্রশিবির সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিটপ্লান সাঁটিয়ে দিত। আমি নিজেও ছাত্রশিবিরের সাটানো সিটপ্লান দেখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম।
শাহ মাখদুম হলের ছাত্রলীগ নেতা জাহিদ তার বক্তব্যে বলেন, ছাত্রশিবির নেতাকর্মীদের একে অপরের প্রতি ভাতৃত্ব ও ভালবাসা দেখে আমি মুগ্ধ। তিনি ছাত্রলীগ কর্মীদের মধ্যেও এমন আন্তরিকতা তৈরির আহবান জানান।
কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন রাবি শাখার সাংগঠনিক সম্পাদক শামীমা আকাতার ইলা।
দেখুন- নয়াদিগন্তের ১৫ পাতায়
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩২