আর তিনি পৃথিবীতে সুদৃঢ পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয় এবং স্থাপন করেছেন নদ-নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌছতে পার। (সুরা নাহল, আয়াত-১৫)
সুরা নাহলের উপরোক্ত দুটি আয়াত পাঠ করে জানতে পারলাম যে, আল্লাহ তায়ালা আমাদের জন্য সমুদ্র-পর্বত-নদ-নদী সৃষ্টি করেছেন। সমুদ্র থেকে আমরা মৎস ও নানা প্রজাতির রত্নাবলী সংগ্রহ করি। সমুদ্র ও নৌপথ দিয়ে নৌযানের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন যেতে যাতায়াত করতে পারি। আল্লাহ তায়ালা আমাদের জন্য পাহাড় সৃষ্টি করেছেন। এই নেয়ামত গুলোর জন্য অবশ্যই আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।