ঘটনা ১ :
আইডিবির সামনে ছিনতাই হবার পর দৌড়ে গেলাম সবচেয়ে কাছের আগারগাও থানায়।
কর্তব্যরত কর্মকর্তা বললেন, আপনাদের ছিনতাই আইডিবির সামনে হয়েছে ভালো কথা, কিন্তু সেটা কোন পাশে রাস্তার এপাশে না ওপাশে ?
বললাম: ওপাশে ।
কর্মকর্তাঃ অ... তাহলে তো কিছু করার নাই, রাস্তার এপাশ আমাদের, ওপাশ কাফরুল থানার। আপনারা ওখানে যেয়ে জিডি করেন ।
বি.দ্র. : ঘটনাস্থল থেকে আগারগাও থানা হাফ কিলো আর কাফরুল থানা প্রায় ৫কিলো দুরত্বে...
ঘটনা ২ : র্যাব ২ (ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছের র্যাব অফিস)
[প্রোটোকল মেইন্টেইন করে কর্মকর্তার সামনে যাবার পর]
কর্তব্যরত কর্মকর্তা : একি আপনারা দেখছি কাফরুল থানায় জিডি করে ফেলেছেন, আগারগাও তেই করতেন। তাহলে এটা আমাদের হাতে থাকত। আগারগাও আমাদের, কাফরুল থানা র্যাব ৪ এর...
চলে যান র্যাব-৪ এ।
ঘটনা ৩ : র্যাব ৪ (ঘটনাস্থল থেকে সবচেয়ে দূরে র্যাব অফিস )
[ অনেক অনেক প্রোটোকল মেইন্টেইন করে কর্মকর্তার সামনে যাবার পর]
কর্তব্যরত কর্মকর্তা : অ...তা আপনারা যাচ্ছিলেন কোন দিক থেকে কোন দিকে ?
আমি : জি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম
কর্মকর্তা : যাওয়ার পথে আপনার অফিস রাস্তার কোন পাশে পরে?
আমি : [কিরে ভাই আবারও এপাশ... ওপাশ !!] জি... ডান পাশে।
কর্মকর্তা : অ...তাহলে ঠিক আছে... রাস্তার বামে হলে সেটা র্যাব-১ এর হত, আপনার অফিস যেহেতু রাস্তার ডানে, তাহলে আপনি আমাদের


(প্রকৃত ঘটনা আমার রুমমেটের ....)