গতরাতে একটি টিভি টক শো তে ফোন দিয়েছিলাম। কয়েকবার চেষ্টায় লাইন পেয়ে যাই, ওপাশ থেকে একজন বলেন আপনার প্রশ্নটি বলুন, আগে আমাকে বলতে হবে তারপর লাইভে ফোন ট্রান্সফার করা হবে।
আমার প্রশ্নটি ছিল, “ ৫ই মে তে সবকিছু লাইভ দেখানো হলেও অভিযানের ক্লিপগুলো 20-25 মিনিট পরে কাস্ট হয়েছে, এটা লাইভ না দেখিয়ে 20-25 মিনিট পরে কাস্ট করবার কারণ কি?
ওপারের জন বললেন, আপনি বরং প্রশ্নট ঘুরিয়ে এভাবে করুন, “আমদের বিরোধীদলীয় নেত্রী ঢাকাবাসীকে রাতে কেন সাহায্য করতে বললেন?” - এটা খুব ভাল প্রশ্ন হবে!
আমি বেশ অবাক হলাম উনার কথা শুনে! আমি প্রশ্ন করব এক প্রসঙ্গে আর উনি শিখিয়ে দিচ্ছেন ভিন্ন প্রসঙ্গের প্রশ্ন।
আমি কিছুটা ভ্যাবাচ্যাকা খেলাম। আমার প্রশ্নের স্বপক্ষে কিছু যুক্তিও দিলাম, উনি বললেন, এই প্রশ্নটাই করেন, কেউ করেনাই, ভাল প্রশ্ন হবে। আমি আমার প্রশ্নে অটল থাকলে উনি সম্ভব নয় বলে লাইন কেটে দেন।
প্রত্যেকটা টকশোতে করা প্রশ্নগুলো কি এভাবেই করা? সব সাজানো নাটক? আমি তো ভাবতাম এগুলো রিয়েল!
এ বিষয়ে ফেসবুকে স্টাটাস দিলে আরো অনেকে এ বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।