সম্প্রতী আমারব্লগকে কিছু নির্দেশনা দেয় বিটিআরসি
জবাবে আমারর ব্লগ বলেছেঃ
আমারব্লগ বিটিআরসি উপরের নির্দেশ প্রত্যাখান করছে। আমার ব্লগ কোন ব্লগারের ব্লগ বাতিল করবে না- আন্তর্জাতিক প্রাইভেসি আইন অনুযায়ী কোন ব্লগারের আই পি এড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যাক্তিগত নাম প্রকাশ করবে না।
আসুন বিশ্লেষনে যাওয়া যাক-
১. বাংলাদেশের টেলিনিয়ন্ত্রক সংস্থা হল বিটিআরসি যারা গ্রামীণফোন (টেলিনর), এয়ারটেলের মত আন্তর্জাতিক বাঘা বাঘা প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেয়। তাছাড়া বিটিআরসির নির্দেশে গ্রাহকের তথ্য সরকারকে দিয়ে আসছে অপারেটরগুলো, সেটা সেই আদিম আমল থেকে। কোনদিন শুনলাম না কোন অপারেটর আন্তর্জাতিক প্রাইভেসীর কথা বলে তথ্য দেয়নাই। আমু ব্লগ এমন কে হইল যে তথ্য দিতে অস্বীকার করে?
২. আমু ব্লগ ফেসবুকও না, গুগলও না। এটা আন্তর্জাতিক ব্লগ বললে হাসতে হাসতে লোকে গোট্টা মারবে। তাদের নীতিমালার ৬ ধারায় লেখা
যে কোন ইংরেজী লেখা প্রথম পাতা থেকে সরানো হবে।
যেই ব্লগ ইংরেজীই বর্জন করে তারা আন্তর্জাতিক প্রাইভেসী আইনের তোলে কিভাবে সেটা বুঝতে পাবনা থেকে ঘুরে আসতে হবে।
৩. রাষ্ট্রের কোন প্রতিষ্টানের বিরোধীতা হল রাষ্ট্রদ্রোহীতা। দেশের সরকার আমার নিজ টাকায় বানানো বাড়িটাও অধিগ্রহণ করতে পারে, সে ক্ষমতা তাদের আছে, আমরা তাদের দিয়েছি। নির্বাচিত সেই রাষ্ট্রকে প্রত্যাখ্যান করবার তারা কে? তারা কি রাষ্ট্রদ্রোহী সংঘ?
৪. আমার ব্লগ বলে- আমারব্লগ.কম এ এক্সটার্নাল কোড ব্যবহার করে ব্লগারদের আইপি বা লোকেশন বের করার চেষ্টা করলে আপনার ইউজার আইডি ডিলিট এবং আপনার আইপি পার্মানেন্টলি ব্যান করে দেয়া হবে।
সামান্য একটা প্রতিষ্ঠানের যদি ব্যান করবার ক্ষমতা থাকে তো রাষ্ট্রীয় প্রতিষ্টানের ব্যান করবার ক্ষমতা থাকবে না কেন? তাদের কি ধারণা তারা রাষ্ট্রের চেয়ে ক্ষমতাবান?
সামুকে ধন্যবাদ যে তারা সরকারী নির্দেশনাকে যথাযথভাবে পালন করছে। আমার ব্লগের উচিত বেশী পাকামো না করে মেইন ট্রাকে চলে আসা। বেহুদা হাউকাউ করা সমস্যার কোন সমাধান নয়।

ফেসবুকে কর্ণেল সামুরাই
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬