হে রাস্তার ডানা কাটা পাখিরা সত্যি তুমাদের উপর ক্রাশ খেতে খেতে
আমি নিজেকে হারিয়ে ফেলেছি
তুমাদের উপর ক্রাশ খেয়ে আমি এখন কোমাতে চলে গেছি ।
সত্যি চেয়ে দেখো আমার হাত দুই হারিয়ে ফেলেছি তুমাদেরকে ইশারা দিতে গিয়ে ।
তুমাদের অপরুপ সুন্দর্য দেখে আমার চোখ গুলোকে অন্ধ করে ফেলেছি ।
তুমাদের পাশ দিয়ে যখন যায় তখন হার্টবিট হাই করে হার্টস্ট্রোক করে ফেলেছি
তুমরা জানোনা আগে থেকেই আমি একজন হৃদ রোগি ছিলাম ।
তুমাদের পিছে চলতে চলতে আমার পা গুলো ভেঙ্গে আজ পুঙ্গুতে পরে আছে
নেই কোন ডাক্তার আমার এই পুঙ্গু পাও ঠিক করার জন্য ।
তুমার অপরুপ সুন্দর্য নিয়ে ভাবতে ভাবতে আমার মস্তিকের বিন্দু পরিমান জায়গা খালি
নেই,
---- মস্তিক জ্যাম হয়ে এইটা আজ অচল আবর্জনার বস্তু হয়ে পরে আছে ।
তুমাদের শরীরের পারফিউমের গন্ধ আমার শরীরে লেগে থাকার কারনে আমার শরীরটা
পচে গেছে..
বিন্দু বিন্দু করে খেয়ে নিচ্ছে একেকটা কীট পতঙ্গ গুলো ।
তুমাদেরকে দেখে সত্যি আর বেচে নেই ।
তুমাদেরকে শিকার করার জন্য অন্যদের মত না ছিলো আমার হাতে শর্ট গান না ছিলো একে ৪৭
শুধু ছিলো এক বুক ভরা ভালোবাসা, যেইটা শুধু তুমাকেই ঢেলে দিতাম ।
তুমরা চলে গেছো মেশিন গান ধারি কিছু ছেলের কাছে যারা শুধু তুমাকে না
তাদের এক ট্রিগারে তুমার মত শত পাখি এক সাথে শিকার করে নিয়ে গেছে
তুমাকে গিলে চিবিয়ে তুমার দেহ কে ভোগ করার জন্য ।
আফসোস এইটাও তুমি বুঝতে পারলানা
কিন্তু এই অভাগাকে তুমরা একটু ও দেখলানা ? ফিরে ও তাকালেনা ?
হইতো আমার এই মৃত লাশটাকেও আর হাসপিটালের ডাক্তার রা রাখতে চাচ্ছেনা
নার্সরা এই এই লাশকে ধরতে ও ঘৃনা পাচ্ছে !!
তারা আমার এই বিচ্ছিরি দেহটাকে মর্গ থেকে সরিয়ে ফেলেছে ।
আমি জানি আমি কখনোই জীবত হতে পারবোনা
তারপরেও পারবে আমাকে জীবিত করতে ?
হইতো কাল মেঘনা নদীতে বেওয়ারিশ লাশ হিসেবে আমার দেহটাকে দেখতে পাবে
যখন তীরে আসবে তখন দূর্ঘন্ধে মুখে চেপে আন্জুমান মফিজুল ইসলামে দিয়ে দিবে ।
তারা আমার প্রেমিক আত্মাটাকা জুরানাই কবরস্তানে বেওয়ারিশ হিসাবে দাফন দিয়ে দিবে ।
এইভাবেই একেক করে ঝরে যাবে প্রেমিক আত্মার হৃদয় !!
কোন প্রিন্টি মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া থাক দূরের কথা তুমাদের সোসাল ফেইসবুক মিডিয়ারাও কোন আলোচনা করবেনা
শুধু জেনে রাখো আমার আত্মা ঠিকি মোমবাতির আলোর মত করে আমার জমানো ভালোবাসা তুমাদের মৃত্যু পর্যন্ত তুমাদেরকে দিয়ে যাবে ।
ইতি সেই অভাগা কালো চিতা