১) সে ব্যবসা সফল বাংলা সিনেমার এক টারনিং পয়েন্ট।
২) প্রযুক্তিহীন বাংলা সিনেমাকে প্রযুক্তির মুখ দেখানো।
৩) গালাগালি মার্কা বাংলা সিনেমাকে সভ্যতার(কিছুটা) আঁচলে ঢাকা।
৪) টেলিফিল্ম মার্কা সিনেমার বিপরীতে সত্যিকারের সিনেমা এবং প্রযুক্তিবান্ধব সিনেমা তৈরির সাহস দেখানো।
৫) ছোট বাজেটের যেনতেন বাংলা সিনেমার বিপরীতে বড় বাজেটের সিনেমা তৈরির সাহস দেখানো।
৬) হলবিমুখ সিনেমার দর্শককে হলমুখী করা।।।।।।।।।।
৭)মিসকিন জাতিকে ১২ কোটি টাকা দামের মুভি দেখিয়ে …সে বিরাট ভুল করছে
৮)গাজী ট্যাংকির মত নায়িকার জাগায় বিদেশি গ্ল্যামারাস নায়িকা এনে… সে বিরাট ভুল করছে
৯)বাঙ্গালী, কাঠের ডামিতে পটকা ফাটা দেখত, সেখানে সে মুভিতে হাজার ডলারের ব্ল্যাংক গান দেখিয়ে …বিরাট ভুল করছে
১০)আপনে হাটুজলের মত মাফিয়া গডফদার হতেন তাহলে টক শোর হোস্ট আপনার পা চাটত, বাট সভ্য সিআইপি হওয়ায়… সে বিরাট ভুল করছে