গত ৪ঠা অক্টোবর সিনেমা পিপলস এর ব্যানারে ৩য় শর্ট ফিল্ম একদা কে দেশের শুটিং শেষ হলো। প্রডিউসার না পাওয়ায় ৩০ হাজার টাকার বাজেট কে কেটেকুটে ২৬০০ টাকায় নিয়ে আসতে পারায় ডিরেক্টর রাওয়ান সায়েমা কৃতিত্ব পেতেই পারে। এছারা ক্যামেরার পেছনে থেকে যারা টিমকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, তাদেরকেও সাধুবাদ। তবে অভিনেতা-অভিনেত্রীদের সবচেয়ে বেশী ধন্যবাদ জানাতে হচ্ছে এই কারনে যে তারা প্রচন্ড গরম সহ্য করে সম্পূর্ন বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এসবই হয়েছে সিনেমার প্রতি দুর্দান্ত ভালোবাসার ফলেই। জানা গিয়েছে, বদ্ধ রুমে টানা শুটিং করায় শেষের দিকে সিনেমাটোগ্রাফার সহ অনেকেই বমি করেছিলেন।
এই গল্পটি একজন তরুনের, একজন তরুনীর, একজন রাজনীতিবিদের, একজন রাজাকারের, দিনমজুর, শিশু ও এক পাগলের। গল্পটি একটি দেশের।
এখান থেকে দেখে নিতে পারেন একদা এক দেশে'র ফার্স্ট লুক। পরে পূর্নাংগ ট্রেইলার বানিয়ে শেয়ার দেয়া হবে।
কারো ইয়ুটিউবে সমস্যা থাকলে ফেসবুক থেকে দেখে নিতে পারেন।
শুটিং এর ক্লিপগুলো লন্ডনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে যেহেতু প্রাথমিক পরিকল্পনায় এটা এডিট করা হবে লন্ডনে। এরপর নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে একটি ফেস্টিভ্যালে। এছাড়া অন্যান্য ফেস্টিভ্যালেও পাঠানোর চিন্তা ভাবনাও রয়েছে।
স্ক্রিপ্টঃ মাহদী হাসান [শামীম]
ডিরেক্টরঃ রাওয়ান সায়েমা
সিনেমাটোগ্রাফারঃ দীপন
এডিটরঃ মাহদী হাসান [শামীম]
মিউজিকঃ কালেক্টেড
সিপি'র ব্যানারে অন্যান্য শর্ট ফিল্ম এর খবরঃ
শর্ট ফিল্ম ১ - তাহমীদ অংশুর ফাদ
শর্ট ফিল্ম ২ - মাহদী হাসান [শামীম] এর Under The Clouds Of Love
শর্ট ফিল্ম ৪ - ফজলে শিশিরের ১ মিনিটের শর্ট - এডিটিং প্যানেলে
শর্ট ফিল্ম ৫ - আলতামিশ নাবিলের বারংবার - ১৩ই অক্টোবর শুটিং
শর্ট ফিল্ম ৬ - শিমু'র Guess - শুটিং চলছে
শর্ট ফিল্ম ৭ - ভিকি জাহেদের অপেক্ষার নির্বাসন - শুটিং চলছে
শর্ট ফিল্ম ৮ - নুর নবী দুলাল এর হ্যাপিনেস সেলসম্যান - ১৩ই অক্টোবর শুটিং।
সিনেমা পিপলস
স্বপ্ন বুনি ফ্রেমে ফ্রেমে
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩২