সিনেমা পিপলস একি সাথে ৪টি প্রোজেক্টে হাত দিয়েছে [আসলে ৫টি, সঙ্গত কারনে ৫ নাম্বারটি এখনো এনাউন্স করা হয়নি]। যদিও সিনেমা পিপল এর ব্যানারে এর আগে শর্ট ফিল্ম হয়েছে কিছু, কিন্তু সিনেমা পিপলস নেটওয়ার্ক তৈরী করার পর সিনেমা পিপলস এর ব্যানারে প্রথম শর্ট তৈরী করে তাহমিদ অংশু। সিনেমা পিপলস এর স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগীতায় প্রথম স্থান পাওয়া অংশুর ফাদ সিনেমা খুব সম্প্রতি রিলিজ পাবে।
প্রথম প্রোজেক্ট ডিরেকশন দিচ্ছেন রাওয়ান সায়েম। প্রথম প্রোজেক্টের ব্যাপারে তথ্যসমুহ নীচে প্রদত্ত হলো।
প্রোজেক্ট ১
স্ক্রিপ্টঃ Click This Link
বাজেটঃ টাকা ৩০ হাজার মাত্র (হালকা বাড়ানো হইছে)
শুটিং ডেটঃ সেপ্টেম্বর ৭ থেকে ১৫ (রিহার্সাল সহ)
ব্যানারঃ সিনেমা পিপলস
প্রডিউসারঃ ওমর নাসিক
এক্সিকিউটিভ প্রডিউসারঃ ব্র্যাক ব্যাংক (কনফার্মড নয় এখনো)
ডিরেক্টরঃ রাওয়ান সায়েমা
সিনেমাটগ্রাফারঃ বিদ্রোহী দীপন
এডিটরঃ মাহদী হাসান
অ্যাসিস্টেন্ট ডিরেক্টরঃ তাহমিদ অংশু, ভিকি জাহেদ, অর্নব মানসুর
মিউজিকঃ মাহদী হাসান
ক্রু মেম্বারঃ পুরোনো পাপী, আইয়ুব রিয়ন
ক্যামেরা অ্যাসিস্টেন্টঃ পদ খালি আছে
সেট ডিজাইনঃ পদ খালি আছে
সাউন্ডঃ পদ খালি আছে
কাস্টিং কলঃ মোট ১১ জন ক্যারেক্টার
রাজনীতিবিদঃ কিছুটা বয়ষ্ক, পেটমোটা (বাধ্যতামুলোক নয়) , মঞ্চে অভিনয় করার ভালো দক্ষতা থাকতে হবে।
রাজাকারঃ ঐ
তরুনঃ মঞ্চে কাজ করার ভালো অভিজ্ঞতা থাকতে হবে, ২৫ থেকে ৩২ বছর বয়সী, উচ্চকিত কন্ঠ।
দিনমজুরঃ মঞ্চ অভিনেতা হতে হবে (বাধ্যতামুলোক নয়), পোড় খাওয়া চেহারা, চোয়াল ভাঙ্গা/রোগা হলে ভালো।
নীচের চরিত্রগুলোতে ফ্রেশরা এপ্লাই করতে পারেন।
চোখ-মুখ বাঁধা লোকঃ ২০ থেকে ৪০।
হাত বাঁধা মেয়েঃ ১৮ থেকে ৩০
পিচ্চি ছেলেঃ ৮ থেকে ১৫
রাজাকারের সাগরেদঃ ১৮ থেকে ২৭
পুলিশ বাহিনীঃ ২০ থেকে ৩৫ এর ঘরে ৩জন
অডিশন/স্ক্রিনটেস্ট নেয়া হবে ঈদের পর। নির্দিষ্ট তারিখ/সময়/স্থানের কথা সিনেমা পিপলস গ্রুপে বলে দেয়া হবে। কাউকে কোন প্রকার সম্মানী দেয়া যাচ্ছে না যেহেতু এটা জিরো বাজেট শর্ট ফিল্ম।
* দয়া করে কেউ বলবেন না ভাই আমি অভিনয় করবো আমাকে নেন। থিঙ্ক প্রফেশন্যাল। আপনাকে আগে নিজেকে জানতে হবে। নির্দিষ্ট চরিত্র বা ক্রু মেম্বারের জন্য এপ্লাই করুন। একজন একাধিক পদে এপ্লাই করতে পারবেন। এপ্লাই করার জন্য এই পোস্টে নির্দিষ্ট চরিত্রের নীচে নিজের নাম, প্রোফাইল লিঙ্ক এবং ফোন নাম্বার যুক্ত করে দিন - Click This Link
** যারা এপ্লাই করবেন, তাদের ফোন দিয়ে বা মেসেজ পাঠিয়ে কল করা হবে। একি সাথে গ্রুপে এবং ব্লগে পোস্ট করে দেয়া হবে। আশা করি আপনারা স্ক্রিপ্ট দেখে প্র্যাক্টিস করে আসবেন যেহেতু প্র্যাক্টিস এর জন্য আলাদা কোন সময় দেয়া হবেনা।
সিনেমা পিপলস
স্বপ্ন বুনি ফ্রেমে ফ্রেমে
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৮