আমি জানিনা....তয় এই পতাকাগুলা দেখিয়া মনে হইল যে পতাকা বানাইতে মনে হয় কোন বৈশিষ্ট্যের দরকার নাই......নাইলে একটা আজব আজব ভাব থাকতে হইব!!!
বেনিনের জাতীয় ফ্ল্যাগ দেখেন...
মন্তব্য নিশ্প্রোয়জন!!
আইল অফ ম্যান
তিনটা পা মিলিত হইসে উরুতে.....আবার হাটু ভাঁজ হইয়া পায়ের পাতাগুলাকে ঘড়ির কাঁটার মতো করে দেখাচ্ছে.......এর মানে কি??
মোজাম্বিক
বইয়ের উপরে একে-৪৭!!!!!!মানে পড়ার সাথে যুদ্ব রিলেটেড!!
সোয়াজিল্যান্ড
কেমন হাত ধোয়ার তোয়ালের মতো মনে হচ্ছেনা???
এন্টওয়ার্প(বেলজিয়াম)
একটা শব্দই ব্যবহার করা যায়--হরিবল!!!না হইল দাবার বোর্ড....না হইল আমার মাথা......
কিরঘিজিস্তান
টেনিস বল!!! নির্ভয় নির্ঝর চইলা যাইতে পারে ঐখানে
নর্দার্ন মারিয়ানাস আইল্যান্ড
উইন্ডোজের ক্লিপ আর্ট হইতে মেরে দেয়া একটা ফ্ল্যাগ
ভূটান
ড্রাগন........এই ফ্ল্যাগটা আঁকতে পারবেন??
ভার্জিন আইল্যান্ডস
হমমমমমম........
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক(কঙ্গো)
এত ব্যস্ত মনে হয় আর কোন দেশের ফ্ল্যাগ না.....কলাম,লাইন,তারা,সব ধরনের রং
নেপাল
পৃথিবীর একমাত্র দেশ যার ফ্ল্যাগ আয়তক্ষেত্রাকার না.....
লিবিয়া
এই ফ্ল্যাগ আঁকতে পারবেন?????লিবিয়ানরা মনে হয় ফ্ল্যাগ তৈরির মতো ফালতু কাজে সময় নষ্ট করার পক্ষপাতি ছিলনা
গুয়াম
মনে হচ্ছে না একটা হাওয়াই টি-শার্ট কিনে সেটা পুরাটা পতাকায় বসিয়ে দেয়া হয়েছে??আর ভাল কোন টি-শার্ট পাওয়া গেলনা??
ফ্রিসল্যান(হল্যান্ড)
এইগুলা কি!!!!!!!আপনারাই বলেন....