দুইটা মেইল অ্যাড্রেস দিয়া অনেক ভুজুং ভাজুং দিয়েছিলাম গুগলরে......

কিন্তু অনেকদিন ওয়েট কইরাও যখন দিলনা.....তখন মনে করেছিলাম আমার গুলতানি ধরা খাইসে


শেষে এক ফ্রেন্ডরে কইলাম আমারে রিকোয়েস্ট দেও........
সে যেদিন আমারে মেইল করল সেইদিন গুগল ও আমারে ইনভাইটেশন পাঠাইলো


তাও দুইটা মেইল অ্যাড্রেসেই......খুশীতে লাফ দিয়া কিছু সময় ওয়েভিং করেছিলাম.......কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝিনাই




তাই একটা মেইলের ৮ টা দাওয়াতপত্র নিয়া ব্লগে চইলা আসলাম.....
শুনলাম অনেকেই পেয়ে গিয়েছেন.........
তারপরও যদি কারো লাগে চিল্লানি দেন একটা........
মেইল অ্যাড্রেস দিতে আপত্তি থাকলে কিছু সময়ের জন্য কমেন্টের ঘরে রাখুন........আপনারে দাওয়াত পাঠানোর পর কমেন্ট মুছে দেব.......