১
অন্ধ ভিক্ষুকটির অসহায়ত্ব দেখে খুব কষ্ট হচ্ছে যুবকটির। সামান্য দু’টা পয়সার জন্য লোকটি কিভাবে কাকুতি-মিনতি করেছে! বাসে এতগুলো মানুষ...কারো মনে কি একটু দয়া মায়া নেই?? মানুষ দিন দিন এত নিষ্ঠুর হয়ে যাচ্ছে কেনো? কত টাকাই তো আমরা কত দিকে নষ্ট করি। কি এমন ক্ষতি হয় লোকটিকে ২টা টাকা ভিক্ষা দিলে?
“এই যে চাচা শুনুন! নিন দশ টাকা। সামনে পরীক্ষার রেজাল্ট দেবে একটু দোআ করবেন, ঠিক আছে?” যুবকটির মনে চরম প্রশান্তি এসেছে। বিনা স্বার্থে ১০টি টাকা ভিক্ষা দিয়েছে সে! কজন সেটা পারে?? কতটা মহান...কতটা উদারমনা সে! এই ১০ টাকা দান করার কথা দীর্ঘদিন মনে রাখে যুবক!
২
হরহামেশাই গীবত গায় যুবকটি। অথচ পাপ হবে বলে কখনো জিনা করার কথা মাথায় আনে না! যুবকটি কি জানে...গীবত গাওয়ার চেয়ে আপন মায়ের সাথে জিনা করাও উত্তম?
৩
বন্ধুর বোনটিকে নাকি নিজের বোনের মতই দেখে সেই যুবক। অথচ প্রতি রাতে বন্ধুর সুন্দরী বোনটিকে মনে মনে নগ্ন করে চেটে পুটে খায়!!
৪
নিজেকে চরিত্রবান ভাবে যুবক! ২৫ বছর পর্যন্ত নিজের কুমারত্ব ধরে রাখতে পেরেছে বলে নিজেকে সাধু ভাবতে পছন্দ করে। অথচ মনে মনেও কখনো স্বীকার করে না যে...সুযোগের অভাবেই সে এখনো চরিত্রবান।
৫
মহল্লার উঠতি বয়সের কিছু ছেলে একটি মেয়েকে উত্যক্ত করছে। মাথা ঘামায় না যুবক। পাশ কেটে চলে আসে। একটা বয়সে সেও তো এসব কম করেনি! বাড়ীতে এসে জানতে পারে...যে মেয়েটিকে বখাটে ছেলেগুলো উত্যক্ত করেছে সে আর কেউ নয় তারই আপন ছোট বোন। এবার মাথা ঠিক থাকেনা যুবকের! রান্নাঘর থেকে বটি নিয়ে কোপাতে ছুটে যায় সেই বখাটের বাচ্চাদের!