।১
আল্লাহর কোন অংশীদার নেই, কোন সমকক্ষ নেই এবং কোন প্রতিদ্বন্দ্ব্বী নেই;
তাঁর কোন সন্তান বা স্ত্রী নেই এবং তিনি কারও সন্তান নন;
তাঁর উপাসনা অথবা সহায়তা প্রার্থনার জন্যে কাউকে বা কিছুর মধ্যস্থতার প্রয়োজন নাই;
তাঁর কাউকে উপাসনার প্রয়োজন হয় না;
তিনি সার্বভৌম অর্থাৎ কারো নিকট জবাবদিহি করেন না;
তিনি কোন ব্যক্তি বা জিনিসের উপর নির্ভরশীল নন, বরং সকলকিছু তাঁর উপর নির্ভরশীল;
তিনি কারো সহায়তা ছাড়াই সবকিছু সৃষ্টি ও নিয়ন্ত্রণ করতে পারেন;
কিছুই তাঁর উপরে বা সঙ্গে তুলনীয় নয়;
বিদ্যমান কিছুই নেই যা সম্পূর্ণভাবে আল্লাহর পরাধীন নয়;
কেউ প্রতিরোধ করতে পারেন না, যা আল্লাহ প্রদান করে, আর কেউ প্রদান করতে পারেনা যা তিনি প্রতিরোধ করে;
শুধুমাত্র আল্লাহই কারো উপকার বা ক্ষতি করতে পারে, এই ক্ষমতা অন্য কেউ রাখে না;
তাঁর কোনও অভাব নেই, তিনি কারও মুখাপেক্ষী নন;
নিদ্রা, তন্দ্রা ও ক্লান্তি আল্লাহকে স্পর্শ করে না;
তাঁর অনুরূপ কেউ নেই।
সুত্রঃ উইকি
২।
ইহা এক ক্ষুদ্র মানবের সৃষ্টি যার পিতা-মাতা, ভাইবোন, বউবাচ্চা, নাতিপুতি, সুখদুঃখ আছে। ইহার শক্তি সম্পর্কে পৃথিবীর সব মানুষ জানে এবং ভবিষ্যৎতে কীরুপ ধারন করবে তা ভবিষ্যৎ বলে দিবে।
নোট ঃ পোষ্টটি কারো মতে/ বিশ্বাসে আঘাত দিতে নহে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭