আর কূৎসিত অমানুষ গুলো’র
মনের- ছায়া ছায়া অপচ্ছায়া,
দুর করার দৃঢ় প্রত্যয়ে-
লিখুক কলম দূর্বার গতিতে
ঝলসে উঠুক শুভ্র-শান্তি-প্রগতির পথে।
সে আলোর মিছিলে থাকবো সাথে,
প্রান যদি যায়-ভয় করিনা তাতে .........................
“করিতে পারিনা কাজ
আর বলিতে পারিনা কথা
আরে ধূর
পাব্লিক নিয়ে আমার
নেই মাথা ব্যাথা
অপ্রিয় হলে ও বলি সত্য কথা,
নবপ্রেরনায়-নবচেতনায়
সত্য-শুভ্রতার অন্বেশায়
জেগে উঠুন আর উঠুক সবাই.........................