অজানা ভয়ে -হ্রদপিন্ডে ঢোল বাজছে- সমান তালে-এত সকালে!“নিশ্চয় আত্বীয়া-পরিবার পড়েছে মহাবিপাকে”- কিন্তু না সকল জল্পনা-কল্পনা-আশংকার অবসান ঘটিয়ে -আবিস্কার করি নিজেকে-পদযুগল উঠে গেছে ৯০ ডিগ্রি এংগেলে -মস্তক সিঁধে গেছে- সেগুন খাটের চৌকাঠ ফুড়ে-ঠেকেছে সোজা ফ্লোরে-উল্টো তালে!, হতচকিত-বিস্মিত-সম্বিত ফিরে পেলাম-অনাখংখীত কর্কশ কন্ঠ শ্রবনে
প্রায়শঃ লজ্জ্বা পেতাম প্রথম প্রথম- মোবাইলে এ আত্নীয়ার মোলায়েম কন্ঠে- আমার উপকারের স্তুতি শুনে - অবশ্য একসময় অভ্যস্ত ও আসক্ত মাদকাসক্তের মতো গ্রাস করেছিলো আমাকে। কিন্ত আজ একি! বিশ্বাস করতে পারছিলাম না স্বীয় কান’টাকে-“আকাশ থেকে মাটিতে” পরিচিত বাক্য’টা-আজ টের পাচ্ছি হাড়ে-হাড়ে- নাকি ভীলেনের সুরে -বুলবুলিরর মুখে বুলি ফুঁটেছে !
ফোর ফরটি-টু টুয়ান্টি কনফ্লিক্ট করেছে ভোল্টেজে? নাকি নেগেটিভ-পজেটিভ ভালোবেসে একাকার হয়ে গেছে ?! আবোল-তাবোল ভাবতে ভাবতে-সামলে নিলাম-নিজেকে
ভাবি অনুভবে- সময়ের স্রোতে- পোক্ত হচ্ছে তার পায়ের মাটি-সন্তান ধীরে ধীরে ধরছে হাল-তাই হয়তো এখন আমায় ভাবছে মাকাল!
অংগে তার বহু রুপের বাহার-অন্ধকার বিদীশার নিসাঢ়-(মামী? না মহিলা)র ক্যাটালগ জেনে ও- প্রয়াত মামার প্রতি দূর্বলতা-আমায় করেছিলো অসাঢ়
মামার জীবদ্দশাতে-মামার সাথে-দেখেছি তার-শত দূর্ব্যাবহার
সরলতা-মান সন্মান-স্ত্রী’প্রান-সন্তানটান- অমায়িক মামা ছিলো আমার - বন্ধুর মতো - তাই (বি)?!বাদ মেটাতে-কখনো প্রতিবাদ-সহজাত পক্ষপাতিত্ব(?) পায় ক্ষতিগ্রস্থ-যা আমি ভুলে গেলে ও সে মনে রেখেছিলো।
যাক সে সব কথা-আজ বিষয় হলো “স্বার্থপরতা” যা দিয়ে সে- করছে আমায় ঘায়েলের অপচেষ্টা
কি বলে সমাজ আর বাস্তবতা ?
নিদ্বিধায় অকপট জবাব আমার
হতে পারে-ক্ষতি কি তাতে?
ভিকটিম আমি হলেও
আপনি তো স্বর্তভুগীর দলে
স্বার্থহীন-পরার্থে কে আছে জগতে?
সুন্দর শোনায় ওসব বই'য়ে পড়তে
মানুষ লিখে? না কলমে?!
বা হতে পারে- অতি মহামানবে
আমি সাধারণ-সাদাসিধে
আরে
মহান সৃষ্টিকর্তা ও নাচে ঐ একই তালে
আরাধোনা-প্রার্থনাহীন কি স্বর্গ মেলে?
কি শর্ত দিয়েছে আসমানী কিতাবে?
মহান জন্মদাতা পিতা-মাতা
আশা করতেই পারে
সন্তান প্রতিদান দেবে বৃদ্দ হলে
ছল নয়, একে ন্যাচারাল বলে।
স্বামী-স্ত্রী ও নয় এর বাহিরে
কি আছে লিখা কাবিননামা’তে?
উপকারী উপকারে-প্রত্যাশা করতেই পারে
স্বার্থহীনে সাবধান
অঘটন ঘটাতে পারে
অমন পাগলে!
তবে
কুস্বার্থ না সুস্বার্থ ভাবুন আগে
সু স্বার্থে সার্থকতা
পাপ নেই-আমার জ্ঞানে…………………….
মনে পড়ে
শ্রম-অর্থ-কত হীরক সময়-স্বীয় কাজে-শত ক্ষতি করে-উপকার করেছি তার দূর্দিনে- “তুমি মহারাজ সাধু হলে আজ-আমি আজ চোর বটে”! না না এটা ও নয় সেটা-আরো বিবর্ণ-নগন্য-খুঁজে দেখি- আছে কি- বাক্য পংতি কিংবা যথার্থ শব্দটা
ধ্যানে-জ্ঞানে মনে-শুভকামনা বিনে- কি করেছি ক্ষতি? সে ভাবিনি স্বপ্নে- করেছি চেষ্টা যা ছিলো সামর্থে--উপহাস-অপমান-বদনাম- পেলাম প্রতিদানে
হাসি উপহাসে-সার্থক “কৃতঘ্ন” শব্দটা-আমরণ রবে স্মরনে- রাখবো সম্বল করে-ধন্যবাদ হে মহান শব্দ দাতা- নত তোমার চরনে…………………………………..