আশ্রয়াফুল নামের একজন প্লেয়ার আমাদের জাতীয় দলে খেলেছেন আজ অনেক বছর হয়ে গেলো। এক সময় তিনি হঠাত হঠাত জ্বলে উঠতেন আর বাংলাদেশ জিতে যেত। তার প্রধান সমস্যা ছিলো ধারাবাহিকতা, এক ম্যাচ খেলেন তো ভালো তারপরের ৫ ম্যাচ খবর নেই। তবু তিনি নিয়মিত খেলে যাচ্ছিলেন আর আমরা বেকুব বাংগালি তাকে শচীন-ফচিন বলে অচীন সুরে গান গাচ্ছিলাম। তা উনার ধারাবাহিকতার অভাব দূর হয়েছে। উনি এখন মানে গত দুই বছরে নিয়মিতভাবে জঘন্য খেলেন।




এটাকে যদি ধারাবাহিকতা বলা যায় তাহলে উনাকে বাদ দেয়া হবে কেন-কোন যুক্তিতে,উনি ছাম্বাদিক ঊটুকে টাকা খাওয়ান।






তার আমলনামা অফ খেলোয়াড়ী জীবন নিয়া পোস্ট দিসিলাম।সময় থাকলে দেখে নিয়েন । আসুন বজ্রকন্টে আওজ তুলি উনার মত মহান ফ্লেয়ারকে



যে খেলোয়াড় এতো সুযোগ পেয়েও বলে সুযোগ পাইনাই


