আগের পর্ব দেখতে চাইলে
রণকৌশল পালটে ফেলেছে বাংলাদেশের মশারা-১
মশার রণকৌশল জানার আগে মশা সম্পর্কে আগে জানতে হবে, জানতে হবে মশা কি ?
মশা হচ্ছে পোকা ধরনের প্রাণী, কাল মত , হুল আছে, শুর আছে। অনেকেই বলেন মশা কামড়ায়, আসলে এটা ঠিক না, মশা আসলে কামড়ায় না, হুল আছে ফুটিয়ে দেয়।

মশা তার যুদ্ধক্ষেত্রে মানে আমাদের আবাস স্থলে হেলিকপ্টারের মত পুপা করে উড়ে বেড়ায় । আগে মশার কয়েল জ্বালালে তিনারা উড়া-উড়িতে একটু ক্ষান্ত দিতেন, কিন্তু এখনকার হাইলি কোয়ালিফাইড গেরীলা ট্রেনিং প্রাপ্ত মশারা বিভিন্ন ধরনের বুস্টার কয়েল এটাকেও পিছপা হননা, বরং তাদের কাজের গতি আরো বেড়ে যায়।

আগেকার মশক বাহীনি অন্ধকারে আক্রমন করতে বেশি পছন্দ করত, কিন্তু তারা গবেষনা করে দেখেছে এখন মানুষ আলোতেই বেশি থাকে। তাই মশক বাহীনি অন্ধকারের তুলনায় আলোতেই এখন বেশি আনাগোনা করে।
তবে সবথেকে জটিল আর মজার কৌশলটি হচ্ছে মশা সাধারনত হাত দ্বারা চড় মারা যায় এমন স্থান পরিত্যাগ করে বসে এবং আরামে রক্ত পান করে। যা হোক মশা কমানোর উপায় নিয়ে ভাবার সময় এসেছেরে ভাই, ভাবেন কি করা যায়। মশা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় কিনা খতিয়ে দেখা যেতে পারে।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১০