আপডেট : নতুন লুক আর আরো কিছু ইউঝার ফ্রেন্ডলি ফিচার যোগ করা হইছে! কারো কোনো ইশপিশাল আইডিয়া থাকলে জানাইতে ভুলবেন না! আর শিঘ্রই আসতেছে জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালস!!
কম্পিউটার প্রোগ্রামিংয়ে হাতেখড়ি শুধুই নিজের ইচ্ছায় আর কখন যে এইটা নেশায় পরিনত হইছে টেরই পাই নাই!!! আর ওয়েব ডেভেলাপিংটা শুধুই ঝোঁকের বশে শুরু করছিলাম!! শিখতে যায়া একটা জিনিস খেয়াল করছি যে কিছু কিছু সাইটের ভিডিও টিউটোরিয়াল বিগিনার লেভেলে এতো বেশি কামে দেয় যা বেশিরভাগ বই থাইকাও পাওয়া যায় না!! আর সামুতে মাঝে মইধ্যে কালে ভদ্রে এইসব নিয়া ২ ১ টা পোস্ট পাইতাম যার কোনোটাই মিস করতাম না!!! অনেক ভাইয়ার পোস্ট থাইকা এতোই হেল্প পাইছি যা বলার মতো না অথবা বলতে গেলে নাম মনে করতে পারমু না আবার নাম মনে পড়লে নিক মনে পড়বো না!! আবার হয়তো আমার দূর্বল মস্তিষ্ক কয়েকজনের নাম মনে করতে পারবো আর তখন বাকিরা আইসা আমারে গদাম দিয়া যাইবো!!!


যাউকগা বেশি পেচাল পাইরা কাম নাই যেইডা কইতে নিছিলাম-------সামুতে ডেইলী ১ টা না ১ টা হেল্প চায়া পোস্ট পাই বিশেষত পিএইচপি, এইচটিএমএল এগুলা নিয়া!! তাই আমি ছোটো মানুষ হয়া একটা বড় প্রজেক্ট হাতে নিছি! সেইটা হইলো ......একটা সাইট বানাইলাম যেইখানে এইচটিএমএল, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি++ এইসবের উপরে ভিডিও টিউটোরিয়াল থাকবো পুরাপুরি বাংলায়! এখহনকার মতো সি++ , এইচটিএমএল আর পিএইচপি দিয়া শুরু করছি যদি সেইরকম সাড়া পাই তায়লে কনটিনিউ করমু ইনশাললাহ!আর এককেবারেই কম সময়ে ডিজাইন করা সাইট তার থাইকাও কম সময় দিছি ডিজাইনের পিছে চিন্তা করায় তাই দেখতে শুনতে খুব ভালো হয় নাই সাইট! আস্তে আপডেট করমু নে সময় পাইলে! আর পুরাপুরি নিজের হাতে এইচটিএমএল আর সিএসএস দিয়া ডিজাইন করা তাই আমি নিজেই খুব ভালো কিছি আশা করি নাই!!




যাই হোক বড় ভাইয়েরা প্লিঈঈঈঈইজ যেকোনো এডভাইস বা যে কোনো আইডিয়া থাকলে ছোটো ভাই ভাইবা জানাইবেন আশা করি! আর ছোটো ভাইয়েরা(যদিও কেউ নাই মনে হয়!

প্লিঈঈঈঈজ ফিডব্যাক দিতে ভুইলো না!!
কারো যদি একফোটা উপকারে আশে বা কামে লাগে তায়লেই আমি খুশি আর প্লিঈঈঈঈজ আমর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পাইতে হইলে!! আর ভালো হোক খারাপ হোক আপনাদের মতামত গুলা আপাতত ইউটিউব কমেন্টে দিয়া আসবেন অথবা আমারে মেইল করবেন নিচে সবগুলার এড্রেস দেওয়া আছে
আপনাদের আগ্রহের উপরে নির্ভর করতেছে আমার নেক্সট স্টেপ! যদি তেমন সাড়া পাই তায়লে একটা ফোরাম বানামু আর একটা পিকচার সেকশন থাকবো যেইখানে দুনিয়ার তামাম মজার আর ফানি পিকচার পাইবেন যাতে পড়ালেখা কইরা মাথা গরম হইলে মাথা ঠান্ডা করবার পারেন! আর বই পত্র সেকশন টা আপাতত খালি আছে! আপনাদের চাওয়া অনুযায়ী আপলোড করার ইচ্ছা আছে! অতএব মেইল করেন আমারে কার কোন বই লাগবো! যতদিন ফোরাম চালু না হইতেছে ততদিন মেইলই ভরসা!
বিডিগিকস ইউটিউব চ্যানেল : http://www.youtube.com/user/BDGEEKS
বিডিগিকস ওয়েবসাইট : http://www.bdgeeks.com
ইমেইল এড্রেস : foysal@bdgeeks.com
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২০