ফেসবুকে ২০১০ সালের দিকে একুশে টেলিভিশনের উপস্থাপিকা পূর্ণতা কিন্নরীর সাথে পরিচয় হয়েছিল। তার সাথে কথা বলার সময় কখনোই অহংবোধ দেখিনি।

আমার সমস্যা হলো, কারো না কারো সাথে খুব সিম্পল বিষয় নিয়ে মন কষাকষি হয়। ঠিক এরকমই ছোট্ট একটি ঘটনায় তার সাথে কথা বন্ধ হয়ে যায়। এরপর মাঝে মাঝে টুকটাক ম্যাসেজ চালাচালির পর ব্যস্ততা ও তার অনাগ্রহের কারণে একসময় যোগাযোগই বন্ধ হয়।

তবে আমি মাঝে মাঝে তার ফেবু প্রোফাইলে উকি দিয়ে আসি। কয়েকমাস আগে তার পিতা গত হবার কথা শুনে খারাপ লেগেছে, আবার কয়েকটা ছবি দেখেও খারাপ লেগেছিল, মাঝে মাঝে তার 'পাবলিক" স্ট্যাটাস ও ছবিগুলি দেখি, কোনোটা ভাল লাগলে নিজের কভার ফটোতে ব্যবহারও করেছি

আজ হঠাৎ অনেকদিন পর তার কথা মনে পড়লো। জীবনে কত মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের কথা মাঝে মাঝে মনে করে মন খারাপ হয়, কখনো ভাল লাগে কখনো কষ্ট হয়.... এইতো জীবন, এই বেশ ভাল আছি।
পূর্ণতা কিন্নরী যেখানেই থাকো, ভাল থেকো।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৭