সামুতে প্রথম তোমার ব্লগ পড়ি... খুব ভাল লেগেছিল লেখাগুলো। কারন তুমি বেশিরভাগ রাইটারদের মতো শুধু ভালবাসার গল্প লিখোনা। অন্য রকম একটা আকর্ষণ পাই আমি তোমার লেখাতে। অন্যরকম টান। তোমার কল্পনা শক্তি এতটা প্রখর জানা ছিলনা।

'বনলতা সেন' তোমার কথাই বলছিলাম। আমারব্লগেও তোমাকে পাই। ফেসবুকেও তোমাকে পাই। আমার বন্ধুদের কারনে তুমিই আমাকে রিকোয়েষ্ট পাঠিয়েছিলে, আমি তোমার মত রাইটারের অফার পেয়ে যারপরনাই আনন্দিত হয়েছি। নিজেকে সবসময় ছোট মনে হয়তো তাই, খুব বড় কারো কাছ থেকে কিছু পেলে খুব আনন্দ অনুভব হয়। তুমি আমাকে যতটুকু সময় দিয়েছো আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি খুব অল্পতেই হ্যাপি হই।

তোমার স্ট্যাটাস, তোমার নোটগুলো আর ব্লগের লেখা দেখে তোমাকে আর তোমার চিন্তা-ভাবনাকে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানিনা। আসলে বলতে ভয় লাগে, যদি হারিয়ে ফেলি। একসময় তোমার সম্পর্কে সব জানতে পারি। তুমি অদ্ভুত সুন্দর একটি মেয়ে যাকে ভালবাসা যায়।

শুনো মেয়ে, আর যেসব ছেলেরা তোমার উপর ক্রাশ তাদের কাছ থেকে সবসময় দুরে থাকো... ওদের সাথে সাগরপাড়ে হাঁটার আশা বাদ দাও। হাঁটতে হলে আমার হাত ধরে হাঁটতে হবে... ভালবাসতে হলে আমাকেই বাসতে হবে, কারন তুমি শুধু আমার...

__________________
ফেব্রুয়ারী২০১৩তে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩