মোবাইলে এলার্ম দেয়া ছিল ৭টার। ঘুম থেকে উঠে বাথরুম সেরে কাপড় পড়ে রওনা হলাম শাহবাগের উদ্দেশ্যে। শাহবাগ এসে যখন নামলাম তখন ঘড়িতে বাজে ৯:১৯। ফোন দিলাম রাতমজুরকে। ঘুমভাঙ্গা কন্ঠে সে বলে "কে"। পরিচয় দিতেই বলে সে রওনা হচ্ছে। এরপর সে আবার ঘুমের অতলে তলিয়ে গেল। এরপর এলো মনসুরের ফোন - আসছে। এরপর কালপুরুষ'দা - আসছেন। প্রথম আসলো মনসুর। এরপর কালপুরুষ'দা। হাতে ষ্টারের পুরি, সকালের নাস্তার জন্য। এরপর এলো শেখনা, মামুনুর রশিদ খান, দীপু, বৃত্তবন্দি। কিছুক্ষণের মধ্যেই আরো অনেকেই চলে আসলেন। এরপর আসলেন জানা-আরিল দম্পতি। জানার পরনে ছিল লাল শাড়ী আর আরিলের পরণে সবুজ পাঞ্জাবী - দু'টো মিলে যেন স্বাধীনতার পতাকা। গাড়ী থেকে নামানো হলো ব্যানার, ফেষ্টুন, টিশার্ট। জানা গেলো ফেষ্টুন গুলো জানা রাত্রে লিখেছে তারপর আঠা দিয়ে লাগিয়েছে। একফাঁকে এবিসি রেডিও জানার একটা সাক্ষাতকার নিলো। এরপর আমরা সবাই গেলাম ছবির হাট। সেখানে তখন চলছে লাঠি খেলা সহ আরো অনেক কিছু। আমরা ভিতরে গিয়ে কালপুরুষ'দার আনা পুরি দিয়ে নাস্তা সারলাম। এরপর শুরু হলো শোভাযাত্রা। সেটা এসে থামলো কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা কিছু ছবি তুললাম। ছবি তোলার সময় হলো মজার ঘটনা। লোকজন আমাদের ঘিরে দাড়ালো আর কেউ কেউ তাদের বাচ্চাকে ব্যানারের সামনে দাড় করিয়ে দিয়ে ছবি তোলা শুরু করলো। ব্যাপারটা আমরা বেশ উপভোগ করেছি। এরপর ফেরার পালা। আবার ফিরলাম ছবির হাটে। সেখানে প্রথমে সুনীল'দা চমৎকার একটি কবিতা আবৃত্তি করলেন। এরপর কবিতা আবুত্তি করলেন কালপুরুষ'দা আর মনসুর। আমি করলাম স্মৃতিচারণ, আমার দেখা ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর, যেটা আজ সকালে ব্লগে পোষ্ট করেছি। আমাদের আশেপাশে তখন বেশ লোকজন। তাদের মধ্যে থেকে একজন একটা দেশাত্ববোধক গান গেয়ে শোনালেন। এরপর কালপুরুষ'দা আরসুনীল'দা তাদের স্মৃতিচারণ করলেন। এখানকার অংশটি শেষ হলো রাতমজুরের প্রস্তাবমতো সবাই মিলে জাতীয় সংগীত গেয়ে।
ছবির হাট থেকে আমরা আসলাম পাবলিক লাইব্রেরীর ক্যান্টিনে। উদ্দেশ্য ছিল হালকা চা-নাশতা খাওয়া। ঢোকার মূখেই পরিচয় হলো প্রথম আলো ব্লগের কানাডা প্রবাসী ব্লগার ড. জোহরার সাথে। তাকে আমন্ত্রণ জানানো হলো সা.ইন ব্লগে লেখার জন্য। তার সাথে যখন কথা হচ্ছিলো আরিল তখন দীপুর মটরসাইকেল নিয়ে কসরত করছে। একফাঁকে জানাও উঠে বসলো আরিলের পিছনে। এরপর চা খাওয়ার পালা। কৌশিক বলেই ফেললো এই লাঞ্চ আওয়ারে চা খাবো !!! অতঃপর কর্তৃপক্ষ কর্তৃক ব্লগাররা লাঞ্চিত হলেন - চিকেন বিরিয়ানী উইথ কোল্ড ড্রিংক্স। (লাঞ্চিত কপিরাইট বৃত্তবন্দী)
অতঃপর শেষ হলো সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের সাদামাটা বিজয় দিবস উদযাপন।
(এতে ব্লগার ছাড়াও সা.ইন ডেভেলপার টিমের অনেকেই উপস্থিত ছিলেন)
ছবি দিয়ে আলাদা পোষ্ট দিচ্ছি, কোন কারণে ছবি সহ পোষ্ট আসছে না।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭