কাল বিদ্রোহী হবো; জানিয়ে রাখলাম তোমাকে এক সপ্তাহ আগাম
কাল রণে ভঙ্গ দেবো; এটাও জেনে রেখো কপালে রেখে গেলাম
তিন তিনটা "লাল সেলাম"- যত্নে রেখো
......................................লুকিয়ে রেখো
......................................হাসির কোণে
......................................চোখের কোণে
প্রতি সন্ধ্যায় গোধূলী বেলায় কষ্ট-জলে ভিজিয়ে রেখো।
কার কথাতে কার জমিতে হাল দিয়েছি ভোর বেলাতে
রোজ নিশিতে কেমনে বলি; দে মা ঘরের দুয়ার খুলি?
-বলতে পারো?
সবই গেছে কি আর আছে
থাকলে না হয় থাকুক পাছে
কাল-অকালে পাকুক গাছে।
বিনিয়ামিন
৩০ অগাস্ট ২০১০