আমজনতার ব্যাপক সাড়া দেলু নাকি চাঁদে;
আকাশপানে সব তাকিয়ে, ভিড় লেগেছে ছাদে।

দালাল দেখে তাদের হুজুর রাজাকারের দাড়ি,
ফাসির দড়ি পড়লো যে হায় পুলসিরাতের গাড়ি।

হাহাকারে ডুকড়ে কাঁদে, জনা কয়েক ছাগু,
দেলু হুজুর Tension এ খুব, পেট নেমেছে- হাগু।

হিংস্র কিছু ঘাতক দালাল, থাবা বসায় ক্ষোভে;
সঙ্গে জুটে ছিঁচকে কিছু, উপড়ি কামাই লোভে।

ম্যাঙ্গো লোকে জিহাদ ডাকে, দিচ্ছে নাকি সাড়া;
গজব নাকি আসছে ধেয়ে, বুঝবি মজা-দাড়া।

ভাবছি তবে, দেখলে চাঁদের - বুকে আমার ছবি;
আমিও কি আলেম হবো? জনাব 'হুজুর কবি'!

প্রাণপনে তাই করছি যে Try, ফেসবুকেতে বসে;
কে জানে কবে, দেলুর ভারে চাঁদ না জানি খসে!

হালনাগাদের গরম খবর, সরব যে Facebook
চাঁদের বুকে সবাই নাকি দেখছে নিজের মুখ!

১. ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৭:৪২ ০
গতরাতও গিয়েছিলাম ছাদে
হতাশ হয়েই ফিরতে হলো ঘন্টা খানেক বাদে
হঠাৎ করে মাথায় এল নিজের মুখ দেখবো কেন চাঁদে
ফাসির কাষ্ঠে ঝুলবে যে জন যুদ্ধ অপরাধে
তারাই হবে চন্দ্র বাসী কয়েকটা দিন বাদে
চাইনা মোর অবয়ব ভেসে ওঠুক চাঁদে
যুদ্ধাপরাধী নয়কো আমি সৈনিক শাহবাগে
এই ধরাতেই সুখে আছি স্বাধীন আমি আনন্দে আহলাদে।