কালো বেড়াল করলো তাড়া, দাদায় ডাকে 'বাপ"
মিডিয়া ওয়ালে, ছোড়দো মুঝে, করে দে ভাই মাপ।
মাত্র তো হায় লাখ সত্তুর, হয়নি তাও পাওয়া;
তাও কেন আজ সাংবাদিকে দিচ্ছে আমায় ধাওয়া?
"পাঁচ ছ কোটি"?! মাল এর মতে 'ছি ছি এতো poor'?
"আজম টা কে? নামই শুনিনাই! হয়তো কোন শু...।"
শত কোটির রেল ব্যবসায় লুটে কী বা পেলাম!
ধন্যি বাবা তানভি চোরা; সেলাম তোমায় সেলাম।
পোলা আমার বড়ই সেয়ান, পকেট বাপের হাতায়;
আমি চলি ডালে ডালে, সে যে পাতায় পাতায়।
কমিশনে যাইবা যতো, ছিটে ফোঁটা জুটে;
নেতা আছে , নেত্রী আছে, খাচ্ছে আমায় খুঁটে।
তাইতো দাদা চোরের গলার, জোর যে বেজায় বেশী,
এই না হলে গণতন্ত্র?! ধাপ্পাবাজি দেশী!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২২