ব্লগার বন্ধুরা অনেক দিন ধরেই আমার এই সিরিজের সবগুলা পোস্টের লিঙ্ক চেয়েছেন। তাই আগের সকল পর্বগুলোর লিঙ্ক দিয়ে দিলাম একসাথে ।
পর্ব ১০- বিজ্ঞাপনী নীতিমালা
পর্ব ৯- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
পর্ব ৮- ক্রিয়েটিভিটি
পর্ব ৭- কমিউনিকেশনের ম্যাজিক
পর্ব ৬- এরিস্টটলের আপেল
পর্ব ৫- কপিরাইটিং
পর্ব ৪- সেক্স এন্ড এডভার্টাইজিং
পর্ব ৩- এড এজেন্সি
পর্ব ২- কিছু দরকারি টার্ম
পর্ব ১- ব্রান্ডিং এবং এডভার্টাইজিং
-------------------------------------------------------------
যারা আমার "বিজ্ঞাপনের গুষ্টি উদ্ধার" সিরিজ ব্লগ রেগুলার ফলো করেন, তাদের জন্য সুখবর নিয়ে আসলাম। আজকে অবশ্য কোন স্ট্রাটেজি নিয়ে কথা বলবো না। সেটা আগামী পর্বের জন্যেই নাহয় থাকুক। আজকে বরং আপনাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করি।
বাংলাদেশের সবচাইতে সম্ভাবনাময় ক্রিয়েটিভ সেক্টর গুলার একটি হলো বিজ্ঞাপন। আমরা যারা কমিউনিকেশনে পড়াশুনা করেছি, বা কাজ করছি বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায়, তাদের একটা আফসোসের যায়গা হলো, আমাদের দেশীয় বিজ্ঞাপনের কোন আর্কাইভ নেই। অনেক চমৎকার সব বিজ্ঞাপন আমরা দেখি, যা পরবর্তি সময় আর খুজে পাওয়া যায় না। অথচ অন্যান্য দেশের বিজ্ঞাপন কিন্ত ব্রান্ড নেম লিখে সার্চ করলেই পাওয়া যায়। তাই এই ব্যাপারে কিছু একটা করা গেলে খারাপ হতো না। এই হচ্ছে মূল কথা।
সৃষ্টিশীলতা এবং বানিজ্য, এই দুইটা ক্ষেত্রের কম্বিনেশনের কারনে "বিজ্ঞাপন" আমার খুব পছন্দের একটা বিষয়। এই সেক্টরে আমার অসম্ভব আগ্রহের কথাতো বন্ধুরা সবাই জানেনই। এমন আরো অনেকেই আছেন, যারা বিজ্ঞাপনে কাজ করতে চান, বিজ্ঞাপন বানাতে চান। আর কিছু না হলেও অন্তত বাংলাদেশী চমৎকার সব ক্রিয়েটিভ এড গুলোকে এপ্রিশিয়েট করতে চান।
যারা বিজ্ঞাপন দেখতে ভালোবাসেন, মিডিয়া, মার্কেটিং বা কমিউনিকেশনে পড়ছেন, তাদের জন্য একটা বড় সমস্যা হলো, রেফারেন্স দেয়ার মত আমাদের দেশের এডভার্টাইজিং এর কোন বড় আর্কাইভ নেই। বিজ্ঞাপনের সাথে জড়িত আছেন, এমন কিছু মানুষ কিন্ত আপনাদের সাপোর্ট দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। সবার সাথে নিজেদের রিসোর্স গুলো শেয়ার করার জন্য, সবার কাছে বিজ্ঞাপনের বড় একটি কালেকশন পৌছে দেয়ার জন্য কিছু উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ৫০০০ এর উপরে প্রেস এড এবং ২০০০ এর উপরে টেলিভিশন এড সংগ্রহ করা হয়েছে। এই সকল এডের আর্কাইভ নিয়ে তৈরি করা হয়েছে ওয়েব সাইট, ইউটিউব চ্যানেল, ব্লগ এবং ফেসবুক পেজ। আপনারা সবাই আমন্ত্রিত। আশা করছি বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্ট মানুষ জন আমাদের সাথে যুক্ত হয়ে আরো বড় আর্কাইভ করার জন্য হেল্প করবেন। সেই সাথে সকল ফিল্ম মেকার, এড মেকার, মার্কেটিং এর স্টুডেন্ট এবং সাধারন দর্শকদের সাপোর্ট আমাদের এগিয়ে নিয়ে যাবে। কমেন্টে সব লিঙ্কগুলো দেয়া হলো।
আশা করছি আপনারা অবশ্যই উপকৃত হবেন।
ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল, এখানে প্রায় ২০০০ এর মত টিভিসি আছে।
আমাদের ব্লগ, এখানে পাবেন প্রায় ৫০০০ প্রেস এডের কালেকশন
এবং আমাদের অফিশিয়াল ওয়েব সাইট
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪