........কত স্বপ্ন নিয়ে আজ ব্লগে আসলাম!!! কিন্তু আমি জানি আমার স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবেনা!! যতই আমি তোমাদের মাঝে বিচরনের স্বপ্ন দেখব, ততই ধীরে ধীরে তোমাদের কাছ থেকে অনেক দূরে সরে যাব, চলে যাব!!! তোমাদের নিয়ে আমার আর কেনো স্বপ্ন থাকবেনা, রাখবোনা!!! কেন মিছেমিছি কষ্ট পাওয়া?? যতবারই আমি তোমাদের মাঝে গিয়েছি, ততবারই রিক্ত হস্তে ফিরিয়ে দিয়েছ!!! তোমাদের কাছে ভালোবাসা ছাড়া আর কোনো প্রত্যাশা কখনোই রাখিনি। তবুও হয়েছি প্রত্যাখ্যাত!!! তবুও কাঙ্গালের মত তোমাদের কাছে ফিরে আসি বারবার কোনো এক অজানা টানে, অজানা প্রত্যাশায়!!
..........স্বপ্ন ভাঙ্গার কষ্ট নিয়ে আমার দিন গড়িয়ে রাত আসে!!! তবুও স্বপ্ন দেখি!! স্বপ্ন ভাঙ্গার ভয়ে আজ আমি ভীত না!! যার স্বপ্ন নেই, তার কিছুই নেই!!!
.........আবার তোমাদের কাছে ফিরে আসলাম একমুঠো ভালোবাসার দাবী নিয়ে!!! স্বপ্ন আর ভেঙ্গোনা!!! স্বপ্ন ভাঙ্গার কষ্ট সইতে সইতে আজ আমি বড়ই ক্লান্ত!!! আর ফিরিয়ে দিওনা আমাকে!!! দয়া করে আমার স্বপ্নীল আকাশে আমাকে মুক্ত বিহঙ্গের মত শেষবারের মত উড়তে দাও!!! সত্যিই দেবে কি!!!??? তাহলে আমি কি আবার তোমাদের নিয়ে স্বপ্ন দেখব শেষবারের মত একটুমুঠো ভালোবাসার প্রত্যাশায়....???!!

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ২:৩৮