মিনা-রাজু সাবান পানি দিয়ে হাত ধোয়ানো শিখিয়েছিলো আমাদের সেই পুচ্চি বেলায়, এখনো শিখায়। তবু অধিকাংশ মানুষই শিখতে পারেনি। অথচ করোনা নামক এক অনুজীব এসে পৃথিবীর মানুষকে হাত ধোয়ানোর টাইট দিয়ে দিলো, তবু বাংলাদেশীরাই শিখতে পারছেনা।
কেন পারছেনা?
অশিক্ষা অসচেতনতার কারণে?
সেটাতো আছেই, তবে শিক্ষিত অসচেতনরাও শিখতে পারছেনা, কারণ শিখার মতো বুদ্ধিবৃত্তির বড়ই অভাব।
তবে প্রশ্ন কিন্তু রয়ে যায়-
যাদের বাসায় পানিই থাকেনা তারা কতোবার স্যানিটাইজার ইউজ করবে?
আর যাদের বাসার পানি কালো রঙ এর, দূর্গন্ধযুক্ত, তারা হাত ধুয়ে কি করবে? কতো আর পানি কিনবে?
দিনের পর দিন, বছরের পর বছর ঐ নোংরা পানিতে খাওয়া, গোসল আর নিয়মিত অসুস্থ থাকা এইতো জীবন!
সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে করোনার কারণে, অথচ কোথাও কোথাও যে পানিই নাই, এবং ওয়াসা ও স্যুয়ারেজ এর গলাগলি আন্তরিকতায় নোংরা পানিতে আমাদের সখ্যতা কতোটা চরম তা কি সরকার জানে বা সরকারকে জানতে দেয়া হয়? নাকি এসব সমস্যার সমাধান করা আম জনতার মানে mango people (sorry for d fun) এর কাজ? উপর থেকে নির্দেশনা আসে ঠিকঠাক কিন্তু পরের ধাপগুলোতে, মাঠ পর্যায়ে সেই নির্দেশনার কি পরিণতি তা আমরা ভুক্তভোগীরাই শুধু জানি।
"জানা আর ভোগা
এই আমাদের ভাগ্য,
আমরা আবার মানুষ নাকি!
এসবেরই যোগ্য"
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০২