somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়"

আমার পরিসংখ্যান

বৃষ্টি বিন্দু
quote icon
তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ঘুমন্ত মহাকাল

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১২



বহুদূরে ছোট্ট এক পাখি তৃষ্ণার্ত আকুতিতে
বসত গেড়েছে বিধস্ত গাছের নিচু মগডালে।
তার চকিত চাহনিতে যে মাদকতা ছিলো
তার বিলুপ্তি ঘটেছে বহুদিন আগেই,
তার ডানায় যে আয়েশি ভংগী ছিলো
সে ডানায় এখন ক্ষতভরা আলস্য।
তার দিক বিজয়ী উচ্ছাসে টান পড়েছে ভাটার,
সেখানে বিরাজ করছে ভয়ার্ত জোয়ার।
ছোট পাখি নিষ্পাপ আকুতিতে উড়ে বেড়াতো,
আর খড়কুটো জমা করতো।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

নিষেধাজ্ঞা অত:পর বৃষ্টিবিন্দু

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৫৫



সামুরে সামু ও সামু,
কখন বল তোরে পামু!

আজকের এই পোস্ট প্রকাশের পূর্ব পর্যন্ত উপরের লাইন দুটোই ছিলো আমার উক্তি। একটা বছর নানা চড়াই উতরাই পার হয়ে যখন লিখনির অনবদ্য ছোঁয়ায় সামুতে পদচারণা করতে চাইলাম, সামু তখন স্ট্রেট আমাকে নিষেধ করে দিলো /:)
বললো-
আমার ব্লগ নাকি অন্য কেউ ব্যবহার করছে। মাথা গেলো... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ২৮৯ বার পঠিত     like!

গলাগলি ও সখ্যতা

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৮

মিনা-রাজু সাবান পানি দিয়ে হাত ধোয়ানো শিখিয়েছিলো আমাদের সেই পুচ্চি বেলায়, এখনো শিখায়। তবু অধিকাংশ মানুষই শিখতে পারেনি। অথচ করোনা নামক এক অনুজীব এসে পৃথিবীর মানুষকে হাত ধোয়ানোর টাইট দিয়ে দিলো, তবু বাংলাদেশীরাই শিখতে পারছেনা।
কেন পারছেনা?
অশিক্ষা অসচেতনতার কারণে?
সেটাতো আছেই, তবে শিক্ষিত অসচেতনরাও শিখতে পারছেনা, কারণ শিখার মতো বুদ্ধিবৃত্তির... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

বেসুর

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৩ রা জুন, ২০১৯ সকাল ১০:০৭



দু'হাতে বৃষ্টির ফোঁটা
কতদিন পর!!!
আনমনা ভালোলাগা
ঝরে ঝরঝর...

চুপচাপ শুনে কারা
বৃষ্টির গান???
বহুদিন পর হবে
নিভৃত স্নান...

হিমহিম পরশটা
ভালোবাসা ঢালে,
ইচ্ছেরা উঁকি দেয়
বৃষ্টির কালে...

গুনগুন করে মন
খুঁজে প্রিয় সুর,
চেনা সুরও অচেনা
আজ বহুদূর...

তীরতীর কাঁপে বুক
আজ কোন ছন্দে???
নি:শাসে বিশ্বাস
বৃষ্টির গন্ধে...!!!
বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৪২০ বার পঠিত     like!

"শব্দিত স্লোগান" (কবিতা)

লিখেছেন বৃষ্টি বিন্দু, ১২ ই মে, ২০১৯ রাত ৯:৫২


ধরেই নিয়েছিলাম শব্দরা আমায় চায়না। আজ বিশ্ব মা দিবসে সেই শব্দরা ধর্ণা দিলো হুট করে। ওদের পেয়ে আমিও ধন্য। অনেক বেশি আনন্দিত এই বিশেষ দিনে আমার প্রিয় শব্দপুঞ্জদের পেয়ে। তাই শব্দিত স্লোগানে বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।


এই শোননা,
আমাকে একটা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     like!

"গর্বিতা সম্পদ, সম্পত্তি নয়"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৫

২০১৯ এর নারী দিবসটি যখন শেষ হয়ে গেলো ঠিক সে সময় আমি বৃষ্টি বিন্দু কিছু অনুভূতি নিয়ে হাজির সামুতে বহুদিন পরে।
একটিমাত্র দিনই যে নারী দিবস হবে ব্যপারটা কি তা? অবশ্যই না। নারী আছে, থাকবে। প্রতিটি দিনে, প্রতিটি মুহূর্তে...

কথা না বাড়িয়ে অনুভূতিটা ব্যক্ত করেই ফেলি।তবে আজ কোন কবিতা নয়, শুধুই... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২০৯ বার পঠিত     like!

অমানিশার তৃষ্ণা

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫


(পুরুষজাতিকে উৎসর্গ করে আজকের কবিতা)

অমানিশার তৃষ্ণা
~~~~~~~~~~


একাকীত্ব,
একটিমাত্র শব্দ,
অথচ স্থায়িত্ব অনাদিকাল জুড়ে।
প্রেম ভালোবাসাও তার কাছে হার মানে।
জোড় বাঁধা দুটো মানব মানবী
শুধু সামাজিক টানাপোড়নে,
বন্ধনের মঞ্চে অভিনয় করে।
ভুল বুঝা আর আত্মঅহমিকার সংঘাতে
যোগ হয় এক অদ্ভুত একাকীত্ব!
থেকেও না থাকার একাকীত্ব!

মানবী ব্যস্ত হলো স্বামি সংসার পরিজনে,
এতো ব্যস্ততাতেও সে একাকী রমণী!
তার একাকীত্ব বুঝে... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩৬৫ বার পঠিত     like!

"আত্মার গন্ধ"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২


সৃষ্টিসুখের বিনাশী ঝংকার
কাঁপন উঠেছে মানব প্রেমে,
লু হাওয়ায় বিদগ্ধ উন্মাদনা
বন্দী হয়েছে পুরনো ফ্রেমে।

পত্রমুকূলে ধূসর আস্তরণ
মানবীর চোখে উদ্দেশ্যহীন আবেগ,
জটিল জীবন বেহিসেবি আলাপন
পদে পদে কাটে শ্লেষের ত্যাগ।

তীক্ষ্ণ নখর আঁচড় কাটে
কষ্টার্জিত স্বল্প স্বপ্নে,
কীর্তনের গান ভেসে ভেসে আসে
অবহেলা আর অযত্নে।

সাজানো নিবাসে বসবাস তবু
কুণ্ঠিত পদচারণা,
বোঝাবুঝির তীব্র আন্দোলন
হবে কি যুগ্ম রচণা?

দু কাঁধে আজ ভীষণ বোঝা
আত্মার... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!

"সুখঋণ"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭



আমি ঋণী,
আমি ঋণী বৃষ্টির কাছে।
ঋণী হয়েও প্রচণ্ড প্রশান্তিতে,
নিজেকে নিংড়ে ফেলি অজান্তে।
সারাবেলার ধূসরিত পাতাগুলো,
বৃষ্টিজলে ভিজে ভিজে
সতেজ সবুজ রঙ এ,
নিজেকে ফিরে পায় আর-
অস্থির আনন্দে কেঁপে ওঠে।
আমিও তেমনি-
জল ঝরার শাণিত ধারায়,
তৃপ্ত হই বারে বারে।
বিন্দু বিন্দু হয়ে ঝরে যায়,
অনাকাঙ্ক্ষিত আতংকগুলো।
মন ভার করা মেঘ,
ভেসে ওঠে ঝরার আশায়।
আমিও ভেসে উঠি মেঘের সাথে,
অদম্য ভালোবাসায়।
ঋণী তাই মেঘের... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৪০ বার পঠিত     like!

"অন্তর্নিহিত কথাগুলো"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬


★ব্লগ-এর বয়স ১ বছর সাত মাস, আর নিয়মিত ব্লগিং-এর বয়স প্রায় দু'মাস। এই দু'মাস ব্লগটাকে শিশুচোখে দেখছিলাম। যেন এইমাত্র ভূমিষ্ঠ হলাম, আর অভিভূত হচ্ছিলাম আমার আবিষ্কারে। গুণী ব্লগারদের সান্নিধ্যে ভালই কাটছিলো। শিখার আগ্রহ ছিলো অনেক যদিও সময়ের অভাবে তা হয়ে উঠছিল না। তবু একটু ঢুঁ মারতে ভুলতাম না।

★কিন্তু আজ... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৯২ বার পঠিত     like!

"সমাপ্তিতে অসমাপ্তি"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩২


যখনি ছোট ছোট আলোর বিন্দু ধরতে যাই,
তখনি ছোপ ছোপ আঁধার গ্রাস করে।

যখনি পূর্ণিমাতিথির ছোঁয়া পেতে চোখ মেলি,
তখনি চাঁদ হারায় মেঘের আড়ালে।

যখনি এক পা দু পা করে সামনে এগোই,
তখনি লক্ষ-কোটি শিকড়ের জঞ্জাল গজায়।

যখনি নতুন সুরে জীবনের গান বাঁধি,
তখনি সুর কেটে জীবনকথা ছন্দ হারায়।

যখনি বিশ্বাসের ভেলায় ভাসতে যাই,
তখনি অবিশ্বাস তীক্ষ্ণ... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৪০ বার পঠিত     like!

"ম্যানিয়া"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫২



গোলগাল ছোটখাটো
পায়ে পায়ে ঘুরে,
সাইজটা আঁটোসাঁটো
বায়ু মুখে পুরে।

এই পায়ে সেই পায়ে
কিক মারামারি,
হার নয় জিত চাই
নেই ছাড়াছাড়ি।

ক্ষণে ক্ষণে চিৎকার
গোল গোল রব,
জয়ী হওয়া দলটার
হাসিখুশি সব।

গোল খায় প্রিয় দল
কেঁদে হয় সারা,
পানি ঢালো মাথাতে
জ্বরে ভুগে যারা।

পরাজিত হয় যদি
বিগড়ায় মাথা,
মারামারি হরদম
শরীরটা ব্যথা।

ম্যানিয়ায় কাঁপছে
আজ সারা দেশ,
টুটে ফুটে গেছে ঘুম
নেই তার লেশ।

কাপ নেবে ভীনদেশি
লাফ দাও... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

"বিষ"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩


পঁচা বাসি
ফরমালিনে,
দেশ ভরেছে
দিনে দিনে।

আসল নকল
যায়না চেনা,
চড়া দামে
হচ্ছে কেনা।

জুসের নামে
বিষের মজা,
খাচ্ছে সবাই
যায়না বোঝা।

হামা দিয়ে
আসছে মরন,
জানটা নেবে
হঠাৎ কখন!

তাই খাবনা
বিষের পণ্য,
বাঁচতে হবে
নিজের জন্য।



ছবি- গুগল বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ৩৬০ বার পঠিত     ১০ like!

"বায়না"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭


ইচ্ছে করে ঘড়ির কাঁটা পিছিয়ে দিই
সময়টাকে মুঠোয় নিই,
ইচ্ছে করে রঙিন ঘুড়ির প্যাঁচ খেলি
ঐ দিগন্তে আমায় মেলি।

ইচ্ছে করে দুপুরটাকে সন্ধ্যা করি
ঝাঁকে ঝাঁকে জোনাক ধরি,
ইচ্ছে করে মেঠো পথে ছুটতে থাকি
বুনোফুলের গন্ধ শুঁকি।

ইচ্ছে করে বাঁশের পাতায় বাঁশি বাজাই
সুরেলা গানে বেসুরো হই,
ইচ্ছে করে অতৃপ্তির তৃপ্তি মেটাই
আঁকড়ে ধরি সুখের নাটাই।

ইচ্ছে করে জলের রং... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ৫২৮ বার পঠিত     ১২ like!

"অস্বচ্ছ রীতি"

লিখেছেন বৃষ্টি বিন্দু, ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১


এক একটা তিমির রাত্রি আসে-
ঝড়ের পূর্বাভাষে,
সেখানে স্বার্থ আর ভয় আহাজারি করে-
ভবিষ্যৎ ত্রাসে।
যেখানে আবেগ আর বিবেকের-
সমন্বয় ঘটাতে পারে অদ্ভুত স্পন্দন,
সেখানেই উৎপত্তি একগুঁয়ে মানসিকতা
আর অহেতুক হৃদয় ক্ষরণ।
অভিভাবকত্ব যেখানে ভীরুতার আশ্রয়ে
শান্তি কামনা করে,
অনিশ্চিত ভরসাস্থল গ্লানিময় সাজে
সেখানেই খড়কুটো ধরে।
তিক্ত কথার বাণে এফোঁড় ওফোঁড় হয়
নাজুক সহৃদয়তা,
বোঝাতে অক্ষম মানষিকতার ভাঁজ আর
অভিব্যক্তির স্বরূপতা।... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ৩৯৫ বার পঠিত     ১৩ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬১৫৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ