ঘুমন্ত মহাকাল
বহুদূরে ছোট্ট এক পাখি তৃষ্ণার্ত আকুতিতে
বসত গেড়েছে বিধস্ত গাছের নিচু মগডালে।
তার চকিত চাহনিতে যে মাদকতা ছিলো
তার বিলুপ্তি ঘটেছে বহুদিন আগেই,
তার ডানায় যে আয়েশি ভংগী ছিলো
সে ডানায় এখন ক্ষতভরা আলস্য।
তার দিক বিজয়ী উচ্ছাসে টান পড়েছে ভাটার,
সেখানে বিরাজ করছে ভয়ার্ত জোয়ার।
ছোট পাখি নিষ্পাপ আকুতিতে উড়ে বেড়াতো,
আর খড়কুটো জমা করতো।... বাকিটুকু পড়ুন