★ব্লগ-এর বয়স ১ বছর সাত মাস, আর নিয়মিত ব্লগিং-এর বয়স প্রায় দু'মাস। এই দু'মাস ব্লগটাকে শিশুচোখে দেখছিলাম। যেন এইমাত্র ভূমিষ্ঠ হলাম, আর অভিভূত হচ্ছিলাম আমার আবিষ্কারে। গুণী ব্লগারদের সান্নিধ্যে ভালই কাটছিলো। শিখার আগ্রহ ছিলো অনেক যদিও সময়ের অভাবে তা হয়ে উঠছিল না। তবু একটু ঢুঁ মারতে ভুলতাম না।
★কিন্তু আজ বেশ কিছুদিন যাবত আর ঢুঁ মারতে ইচ্ছে করেনা।
কেন???
যেহেতু ব্লগ সম্পর্কে অনেক অপরিপক্ক তাই প্রথম থেকে ব্লগকে অনেক পজিটিভলি নিয়েছি। বিশ্বাস ছিলো ব্লগ নোংরামোর জায়গা না। কিন্তু বিশ্বাসে চিড় ধরতে সময় লাগেনি।
★এ কি দেখলাম! গুরুজনদের সন্মান দেখাতে এতো অনীহা! বরং সিনয়র ব্লগারদের নিয়ে নোংরা কমিক ছবি পোস্ট দিতে অনেকেই পুলক অনুভব করেন। যতভাবে পারা যায় হেনস্থা করতে পিছায় না। সচেতনতামূলক উপকারী বিষয়গুলোকে ব্যঙ্গ করতে জুনিয়র, সিনিয়র অনেকেরই হাত নিশপিশ করে। গুনের কদর করতেও যেন কেউ কেউ কার্পণ্য করেন। আবার অনেকেই ইন্ডাইরেক্টলি অপমান করেন। এগুলো দেখার জন্যই কি ব্লগে এসেছিলাম?
★আমারই যদি এমন মানষিক অবস্থা হয় তাহলে যারা ভিজিটর বা নব্য ব্লগার তাদের কি হবে? শুধু কলম ঘুরালেই তাকে লিখনি বলা যায় না। লিখনিকে হতে হয় উচ্চ মানষিকতা সম্পন্ন। যে লিখনি পড়লেই মন প্রশস্ত আর উদার হবে, জ্ঞ্যান এর তৃষ্ণা বাড়বে তাকে লিখনি বলা যায়। তাই সবকিছুর আগে প্রয়োজন মানষিক উন্নয়ন ঘটানো। সবার প্রতি আকুল আবেদন থাকবে ব্লগকে সুন্দর, নির্ভেজাল, নিষ্কলুষ হিসেবে উপস্থাপন করার।
বি: দ্র: ব্লগে সুন্দরের চর্চাধারীর সংখ্যাই বেশি। তবে এক বাটি দুধে এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট। সুতরাং আমাকে ভুল বুঝবেন না। দোয়া করি সামুতে সুন্দর, সুরুচির চর্চা হোক...
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৬