অসংখ্য বাবা-মায়ের আহাজারিতে আকাশ-বাতাসও করুনভাবে কেঁদে যাচ্ছে, এ দৃশ্যটা কিছুতেই চোখের সামনে থেকে সরছে না। আমাকেও কি একদিন এভাবে পুত্র-কন্যাহারা শোকে মাতম করতে হবে! কোথায় আছে নিরাপত্তা! দূর্বলের সহায় স্রষ্টা। খোদা, আমাকে এ পরীক্ষায় কখনো ফেলো না। আমি পারবো না সইতে। খোদা, তুমি শক্তি দাও সেই সন্তানহারা বাবা-মাদের আজ যারা বাঁধভাঙ্গা শোকের সাগরে হাবুডুবু খাচ্ছে। তুমিই তো আমাদের প্রথম ও শেষ আশ্রয়স্থল!
* দূর্ঘটনার সময় চালক মোবাইল ফেনো কথা বলছিলো।
নিহতদের পরিচয়: নিহত ৪৪ জনের মধ্যে ৪২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলো:
রিয়াদ (১৪), পিতা নুরুল আফছার;
জিল্লুর রহমান (১৫), পিতা মইনউদ্দিন;
আরিফ (১৪), পিতা ছাদেকুল ইসলাম;
তোফাজ্জল হোসেন (১৩), পিতা জহির আহমদ;
তারেক (১৪), পিতা জয়নাল আবদিন;
লিটন দাস, পিতা কেশব দাস;
সুজন (১৩), পিতা রেদোয়ান;
শামসুদ্দিন (১৪), পিতা নবী চাঁন;
শরীফ (১৫), পিতা শিহাবউদ্দিন;
সানি (১৪), পিতা বাহার;
ইফতেখার (১৮), পিতা ফিরোজ;
সাকিব (১৪), পিতা ওমর ফারুক;
সুজন (১৪), পিতা জহির আহমদ;
তারেক (১৪), পিতা আবুল কালাম;
মঞ্জুরুল আলম (১৩), পিতা শামসুল হক;
রনি (১৪), পিতা আমিরুল হক।
সাজু (১৩), পিতা সন্তোষ;
পারভেজ (১৫), পিতা ফজলুল করিম;
ইমরান (১৪), পিতা আবুল কাশেম;
শামসুদ্দিন (১৫), পিতা নূরুল আমিন;
শাখাওয়াত হোসেন (১৪),
পিতা আনোয়ার হোসেন;
সাইফুল (১৩), পিতা নূরুল আলম;
রাজীব ওরফে ননাই, পিতা আনোয়ার হোসেন;
মইনউদ্দিন (১৩), পিতা মো. জাফর
জাহিদুল ইসলাম (১৩), পিতা আবু জাফর
আনোয়ার (৩০), পিতা বদিউল আলম;
রুপম (১৩), পিতা ধণেশ চন্দ্র নাথ।
সাইফুল (১৪), পিতা কামাল উদ্দিন
গ্রামের বাসু (১৫), পিতা খোকন
জাহিদুল ইসলাম (১৫), পিতা মীর হেসেন
রকিবুল ইসলাম (১৫), পিতা আফতাব
কামরুল (১৫), পিতা আলী হোসেন
মেজবাহ উদ্দিন (১৪), পিতা ফজলুল করিম;
জুয়েল (১৪),পিতা হুমায়ুন করিব
আমিন শরীফ রনি (১৫), পিতা মো. শাহজাহান
পবনাথ (১৭), পিতা বীরেন্দ্র নাথ;
নূর মোহম্মদ রাহাত (১৪), পিতা কবীর মোহাম্মদ
জান্নাতুল ফেরদৌস, পিতা অজ্ঞাত
আশরাফ (১৪), পিতা নেজাম মিস্ত্রি
আনন্দ দাস (১২), পিতা স্বপন দাস
টিটু দাস (১৫), পিতা দুলাল দাস
মগাদিয়া গ্রামের শুভ (১৩)
পিতা শ্রধাম; মিঠু (১৫), পিতা জগন্নাথ।
Click This Link