ইতিহাসবিদ, আমাকে নিয়ে এক দীর্ঘ ইতিহাস লিখতে পারো,
তিক্তসত্য অথবা চিনিতে জারিত কিছু
আধাপাকা মিথ্যা দিয়ে,
পৃষ্ঠার পর পৃষ্ঠা
লিখে যাও তুমি মার্টিন লুথার কিং, শ্রমদিবস,
আর ২৪শে এপ্রিলের কথকতা,
এক অদ্ভুত গ্লানিময় পথে আমাকে
ধূলো মেখে ছড়িয়ে দাও,
মাড়িয়ে যাও,
পূর্বপুরুষের এনে দেয়া উপহার, দাসখত যদিও, তবু মাথা পেতে নিয়ে
তোমার নির্মোহ কলমের খোঁচাবিদ্ধ আমি
স্বপ্ন আর আশার গোড়ায় বারবার জল দিতে থাকি-
ধূলো হয়েও যেন বেঁচে থাকতে পারি ।
আলোকচিত্রী, আমার রুক্ষতায় কি তুমি বিষাদগ্রস্থ হও?
ঝরে পড়া অশ্রুর মত আমার নুয়ে পড়া কাঁধ
অর্ধনিমীলিত চোখ
নতমুখ
আমার অপ্রকাশিত আর্তনাদ সব,
আধময়লা রঙচটা কাপড়ে ঢেকে রাখা যৌনতা,
বর্ষাকালীন সাজ আর স্মোকি আইজে আমার অবিশ্বাস্য অপটুতা কি
তোমার মন খারাপ করিয়ে দেয়?
র্যাম্পে হেঁটে যাওয়া সারি সারি ম্যানিকিনদের
ছুরি-কাঁচিচর্চিত মেদহীন শরীর বনাম
আমার বুভুক্ষ মেদমাংসহীন শরীর
তোমার ডিএসএলআর ক্যামেরার চোখে এক করে দেখো না, দয়া লাগে ।
বিষাদ কেন জড়িয়ে আছে তোমায়?
তবে কি আমায় আরও নুয়ে ভেঙ্গে পড়া দেখতে চাও?
রাজনীতিক আর ব্যবসায়ী, আমার নোনা ঘর্মাক্ত
দু'হাজার টাকার অহংকার কি তোমার জন্য অপমানকর?
মাসশেষে আমি উচ্ছ্বাসে হেসে উঠি যেন স্বর্ণখনি পেয়েছি
আমার উঠোনে ।
মা'র পথ্য, ভাইয়ের বেতন আর ছোট বোনটার পাঁচমাস ধরে
এক নতুন জামার একটানা ঘ্যানঘেনে আবদার,
দয়া করে আমার আনন্দ প্রকটভাবে নিও না ।
আমি শ্রমিক দিবস চিনি না,
উইকেন্ড, পেইড হলিডেইজ, মিনিমাম ওয়েজ, এইট-আওয়ার-ডে
যাবতীয় উচ্চমার্গীয় শব্দসমূহ
আমার সমতল ঘিলুতে কোন বাঁক সৃষ্টি করে না; আমি শিক্ষানীতিতে
নিতান্তই অজ্ঞ, ব্যাঙের অথবা আমার মতই মনুষ্যনামধারীদের জীবনচক্র বা শারীরতত্ত্ব জানি না বলে ক্ষমা চাই; চৌদ্দশিকের
পেছনে এক কয়েদীর মতই, আহ্নিক বা বার্ষিকগতি সম্পর্কিত চলমান
কোন ধারণা নেই আমার (ক্ষমা কোরো),
চাইনিজ-ফ্রেঞ্চ- ইতালিয়ান খাদ্যযত
আমার ভোঁতা রসনায় কোন আবেদন আনে না জেনে আমি অতি সঙ্কুচিত ।
দোহাই লাগে, শুধু দু'মুঠো ভাতের হাসিটুকু থেকে আমাকে বঞ্চিত কোরো না ।
মান্যবর,
তোমাদের উচ্চকিত শব্দ দিয়ে আমাকে গুলিবিদ্ধ করতে পারো
তোমাদের চোখ দিয়ে আমাকে কেটে ফেলতে পারো
তোমাদের জিঘাংসায় আমাকে থেঁতলে হত্যা করতে পারো ।
তবু, বায়বীয় হয়ে, আমি প্রতিদিন বেঁচে উঠি ।
সভ্যতাকে মাড়িয়ে আমি জেগে উঠি
ব্যথাক্লান্ত অতীত থেকে আমি জেগে ওঠি
কালোরাতের ভয়কে পিছে ফেলে স্বপ্নচোখে আমি আবার জেগে উঠি ।
চাঁদ এবং সূর্যের মত,
নিশ্চিত তরঙ্গের মত,
মহার্ঘ উচ্চাশার মত,
তবুও আমি জেগে উঠি ।
(আমার একটি অত্যন্ত পছন্দের কবিতার ছায়া অবলম্বনে লিখেছি )
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯