আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। এটি আমার প্রথম টিউন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ একটি স্বল্পোন্নত এবং অতি জনসংখ্যা বহুল দেশ তাই এ দেশে বেকারত্ব বেশী। জনসংখ্যা বেশী হওয়ার কারনে এ দেশে আমিষ এর চাহিদা অনেক বেশী কিন্তু পল্ট্রি বাদে অন্যান্য আমিষ জাতীয় খাদ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে হওয়ায় মানুষের এক মাত্র অবলম্বন পল্ট্রি। যারা লেখাপড়া শেষ করে বসে আছেন তারা এ শিল্পটাকে পেশা হিসেবে নিতে পারেন। আপনার চিন্তাভাবনা থাকবে আমি অন্যকে চাকুরী দিব।
বেকারত্ব জীবন অভিশপ্ত জীবন তাই পল্ট্রি ফার্ম করুন স্বাবলম্বি হউন
আমি একটি ভলো কম্পানিতে পল্ট্রি প্রোডাকসন অফিসার হিসেবে কর্মরত আছি এই হিসেবে পল্ট্রি ব্যাবস্থাপনার উপর পর্যায়ক্রমে টিউন দেওয়ার বাসনা ছিল কিন্তু সময়ের অভাবে এত দিন দিতে পারিনি।
অল্প পুজি এবং ডিলার এর সাহায্য নিয়ে আপনি পল্ট্রি ব্যবসা করতে পারেন। যেহেতু পল্ট্রি ব্যাবস্থাপনা বিশাল একটি বিষয় সেহেতু টিউন এর মধ্যে সমস্ত কিছু লিখাও সম্ভব নয়। পল্ট্রি ব্যাবস্থাপনার উপর আমার একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা পল্ট্রি ফার্ম করতে চান ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। প্রথমত কমার্সিয়াল ব্রয়লার এর উপর টিউটোরিয়াল থাকবে।
ভিডিও টিউটোরিয়ালটি দেখতে চাইলে
(এখানে)
আরও টিউটোরিয়াল পেতে আমার Youtube Channel এ Subscribe করতে পারেন।
Subscribe করতে চাইলে এখানে ক্লিক করুন
আমার ব্লগ এ দেখতে পারেন এবং ফেইজবুক গ্রুপ এ জয়েন্ট করতে পারেন
Blog : http://www.techvellybd.blogspot.com
FB Groups: https://web.facebook.com/groups/131743787235675
FB -https://web.facebook.com/sopnil125
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ১১:৩৫