আইপিএলের অনুসরনে বাংলাদেশে দ্বিতীয়বারের মত শুরু হলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ বিপিএল। বাংলাদেশ ছাড়াও অন্যান্য ক্রিকেট প্লেয়িং দেশেরও এইধরনের লীগ চালু আছে। অনেক দেশ আবার নতুন করে শুরু করছে। অর্থের আকর্ষনে প্রায় সব ক্রিকেটারেরই এসব লীগে খেলার আগ্রহ থাকে। স্বাভাবিকভাবেই জাতীয় দলের সময়সূচির সাথে প্রায়ই সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় এসব লীগের সময়সূচি। এতে প্রায়ই ক্রিকেট বোর্ড আর প্লেয়ারদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এসব সমস্যা দূর করার জন্য, এবং লীগ গুলোকে আরো আকর্ষনীয় করার জন্য একটা কাজ কি আইসিসি করতে পারেনা? আইপিএলের জন্য আইসিসি তাদের ক্যালেন্ডারে যে সময় বরাদ্দ রেখেছে, ঘোষণা করে দিতে পারে যে ওই একমাস সকল ক্রিকেট প্লেইং দেশেই এরকম লীগ হবে। ফুটবলে যেমন সারাবছর লীগভিত্তিক খেলা হয়,সেই আদলে প্রতিটা দেশের নিজস্ব লীগ এবং চ্যাম্পিয়ন টীমদের নিয়ে চ্যাম্পিয়ন্স লীগ হবে। এতে যেসব সুবিধা হবে,
১. বোর্ড-ক্রিকেটার দন্দের অবসান হবে।
২.গোছানো চেহারা পাওয়ায় লীগগুলো আরো আকর্ষনীয় হবে।
৩.খেলোয়ারদের নিলামে তুলে বিক্রি করার অসম্মানজনক পদ্ধতির অবসান হবে; খেলোয়ার কেনাবেচা হবে ক্লাবগুলোর মাঝে,ফুটবলে যেমন হয়।
অনেকে বলতে পারেন,এতে করে সব ক্রিকেটারকে ধনী লীগগুলোই (যেমন আইপিএল বা বিগ ব্যাশ) টেনে নিয়ে যাবে, বিপিএল বা এধরনের লীগে কেউ আসতে চাইবেনা। আমার কিন্তু মনে হয় এতে ভালোই হবে। ফুটবলের উদাহরনে আসি, বর্তমানে সর্বাধিক দর্শকপ্রিয় এবং সবথেকে অর্থকরী ফুটবল লীগ ইংলিশ প্রিমিয়ার লীগ হলেও মানের দিক থেকে স্প্যানিশ বা জার্মান লিগ অনেক এগিয়ে।
আইসিসি ব্যাপারটা ভেবে দেখতে পারে।