কিছুদিন আগের কথা। সদ্য বিখ্যাত এক অভিনেত্রী, যার অসাধারন অভিনয়ে মুগ্ধ দর্শক সমাজ জল ফেলতে ফেলতে অস্থির (চোখের জল নয় অবশ্য); যার শরীরের ভাষা এতই মোহনীয় যে, কেউ কেউ তার মুখের দিকে তাকাবার অবসরটুকুও পায়না, মুগ্ধ নয়নে দেহসৌষ্ঠব পর্যবেক্ষন করে যায়; সেই মহীয়সী নারী সানি লিউনের একটি বোরখা পরা ছবি ফেসবুকে শেয়ার দেয়া হয়েছে দেখতে পেলাম; এই মহিলা নাকি ইসলাম ধর্ম গ্রহন করেছেন। আমার জনৈক বন্ধু কোন একটা ফেসবুক পেজ থেকে অত্যন্ত কাঁচা হাতে ফটোশপ করা ছবিটি শেয়ার দিয়ে আহা উহু করছিলো। বেশ কিছুক্ষন তাকে জ্ঞান দিতে হলো।
ফেসবুক পেজগুলোর কর্মকান্ড নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অশ্লীল আর উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো পোস্ট নিয়মিতই চলছে। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়; আর এদের মাঝে একটা বড় অংশই এসব নিয়ে অসচেতন। কাজেই কোন একটা ঘটনার রেফারেন্স হিসেবে যখন কেউ ফেসবুকের কোন পেজের একটা পোস্টের লিঙ্ক ধরিয়ে দেন, কিংবা ফেসবুকে প্রকাশিত আল্লাহর কুদরতের নমুনা নিয়ে ব্লগে পোস্ট করেন, খুব একটা অবাক হইনা,তবে শংকিত হই। এক জনের শেয়ার করা একটা ছবি নিয়ে যদি রামুর সহিংসতা ঘটে যেতে পারে, এরকম একটা ছবি যদি লক্ষাধিক ফ্যানযুক্ত কোন পেজ থেকে শেয়ার হয়, আর মাত্র এক পার্সেন্ট মানুষও যদি তাতে বিশ্বাস করে, অনেক বড় কোন অঘটন ঘটে যেতে পারে।
পেজ অ্যাডমিনেরা বোধ করি নিজেদের এই ‘ক্ষমতা’ সম্পর্কে পুরোপুরি সচেতন। অ্যাডমিনশিপ আজকাল অনেক বড় একটা কাজ, পেজ কেনাবেচা বেশ ভালো একটা ব্যবসা। ফেসবুকে পেজ বেচাকেনার বেশ কিছু গ্রুপ আছে যেগুলোতে ঢুকে রীতিমত অবাক হতে হয়। ‘১০কে’ পেজ মাত্র ৫০০ টাকা, ‘২০কে’ রোমান্টিক পেজের বদলে ‘১০কে’ জোক্স পেজ চাই, অথবা এক ঘন্টা পেজ প্রমোট ২০০ টাকা, এই ধরনের অফার দেখে কনফিউশন হওয়াটাই স্বাভাবিক যে পেজ চালানো কবে পুরোদস্তুর ব্যবসায় পরিনত হলো?
পেজওয়ালারা এই কথাগুলো সবসময়ই বলেন, আমরা পেজ চালিয়ে কোন টাকাপয়সা পাইনা, লাইক দিয়ে আমাদের কোন লাভ নেই, শখের জন্য পেজ চালাচ্ছি, ইত্যাদি। শখই যদি হবে তো হাজার টাকা দিয়ে পেজ কেনা কেন? টাকাপয়সা কবে থেকে এত সস্তা হলো যে ফেসবুকের অর্থহীন পেজও কিনতে হবে? আমার ধারনা জিনিসটা আসলে ক্ষমতার লোভ ছাড়া আর কিছুনা। একজন সেলিব্রেটি যেমন টুইটার বা ফেসবুকের মাধ্যমে তার বক্তব্য লাখ লাখ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন, পেজ ওনাররাও এই কাজটাই করছেন। একে খারাপ বলছিনা, সব পেজ খারাপ তাও বলিনা। শুধু এটুকুই বলতে চাই, ক্ষমতার অপব্যবহার যেন না হয়। পেজগুলো যেন থাকে অপপ্রচারমুক্ত।