এই কাজটা অনেক সহজেই করতে পারবেন। শুধু http://pixtube.tk/ লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে যান। এরপর Browse বাটনে ক্লিক করে ছবি সিলেক্ট করে Upload বাটনে ক্লিক করে দিলেই ব্যাছ আপনার কাজ শেষ। ছবিটি আপলোড কমপ্লিট হওয়ার পর আপনাকে সামুতে ইমেজ যুক্ত করার কোড সহ ডিরেক্ট ইমেজ লিঙ্ক দেয়া হবে। তাই আর কষ্ট করে ম্যানুয়ালি সামুর ইমেজ কোড যুক্ত করতে হবেনা। শুধু লিঙ্কটা কপি করে সামুর পোস্টে বা কমেন্ট বক্সের যেখানে ছবিটি চান সেখানে পেস্ট করে দিলেই ইমেজটি যুক্ত হয়ে যাবে।
এই সাইটে এনিমেটেড ছবি বা নরমাল ছবি আপলোড কমপ্লিট হওয়ার পর গ্রাহকদের ইন্টারনেট ডাটা বাচানোর জন্য ইমেজ প্রিভিউ বক্সে অরজিনাল ইমেজ বা এনিমেটেড ইমেজ শো করানো হয়না। ইমেজ প্রিভিউ বক্সে একটা মাঝারি সাইজের স্যাম্পল ইমেজ শো করে। এতে আপনার অনেক ডাটা নষ্ট হওয়া থেকে বেচে যাবে। তবে আপনি ছোট আকারের স্যাম্পল ইমেজটিতে ক্লিক করে অরিজিনাল সাইজ বা এনিমেশন সহ অরিজিনাল সাইজে ইমেজ দেখতে পারবেন।
এই ওয়েবসাইটে শুধু এনিমেটেড ইমেজই না আপনি ইচ্ছা করলে নরমাল ইমেজও হোস্ট এবং শেয়ার করতে পারবেন।
আমি বলছিনা যে imgur.com বা অন্যান্য সাইট ব্যবহার করা বাদ দিয়ে এই সাইটটি ব্যবহার করেন। আপনারা জাস্ট দেখে আসতে পারেন। এরপর ব্যবহার করা না করা আপনাদের ব্যাক্তিগত ব্যাপার।

http://pixtube.tk/