Updated লেখার নিচে থেকে পড়ুন
যারা গত শুক্রবারের ভূত এফএমটি মিস করেছিলেন বা কালেকশনে রাখতে চান তারা ডাউনলোড করে নিতে পারেন। এই পর্বের ঘটনা গুলো ভালো এবং ভয়ঙ্কর ছিলো।
আমি প্রত্যেক শুক্রবারের ভূত এফ এম রেকোর্ড করে রাখি, স্পেসালি আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে থাকে তার জন্য। তো এখন থেকে ভাবলাম রেকোর্ড কৃত ভূত এফএমের অডিও ক্লিপ গুলা রেগুলার ব্লগেও দিয়ে দিব। কারন আমাদের দেশের আরো অনেকেই আছে ভূত এফএম শুনতে ভালোবাসে কিন্তু দেশের বাইরে থাকার জন্য শোনা হয় না। কারন দেশের বাইরে রেডিও কভারেজ নেই। সামুর অনেক ব্লগারই দেশের বাইরে থাকে। আর এমনিতেও ভূত এফ এম গভীর রাতে হওয়াতে অনেকেই ঘুমিয়ে পড়ার জন্য শোনা মিস হয়ে যায়। তারা
ডাউনলোড করে ফেলুন...
১। Vhut FM 12/04/2013, ভূত এফ এমের অডিও ক্লিপটি ২ ঘন্টা এবং ফাইল সাইজ মাত্র ১৪ মেগাবাইট! ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
***Updated***
২। Vhut Fm 19/04/2013, ভূত এফ এমের অডিও ক্লিপটি ৬৬ মিনিট এবং ফাইল সাইজ মাত্র ৬ মেগাবাইট।! ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অডিও ক্লিপগুলো .amr ফরম্যাটে আছে তাই এগুলো ভালো করে প্লে করতে PotPlayer ব্যবহার করলে খুব ভালো পার্ফরমেন্স পাওয়া যাবে। এছাড়াও আপনার কম্পিউটারে থাকা প্লেয়ার দিয়েও চেস্টা করে দেখতে পারেন। তবে PotPlayer অনেক ভালো একটি মিডিয়া প্লেয়ার। এটা সব ধরনের মিডিয়া ফাইল KmPlayer এর মত আমার মতে KmPlayer এর থেকে ভালো প্লে করতে পারে এটি। PotPlayer এ ব্যবহৃত ইন্টারনাল মিডিয়া Codec গুলো KmPlayer এ ব্যবহৃত মিডিয়া Codec গুলোর থেকে অনেক উন্নত। PotPlayer ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এটা মাত্র ১৪ মেগাবাইট। নিচে পট প্লেয়ারের স্ক্রিনশট দিলাম।
PotPlayer ডাউনলোডের পর এর কিম্যাপ/কন্ট্রোল বাটনগুলো KmPlayer এর কিম্যাপের মত করতে চাইলে নিচের লিঙ্ক থেকে রেজিস্ট্রি সেটাপ ফাইলটি ডাউনলোড করে ডাবল ক্লিক দিয়ে ওপেন করার পর Yes করলেই শর্টকার্ট বাটনগুলো KmPleyer এর মত হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি পট প্লেয়ারের মাউস/কীবোর্ড শর্টকাট গুলো KmPlayer এর মত সেট করে দিয়ে রেজিস্ট্রি ফাইলে সেভ করে দিয়েছি। ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । এটি মাত্র ১৫ কিলোবাইট।
সবাইকে শুভ নববর্ষ এবং নতুন বছরের জন্য শুভ কামনা রইলো...
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩