Doctor অর্থাৎ চিকিৎসক, যাদেরকে আমরা আল্লাহর পরেই আমাদের জীবন রক্ষাকারী হিসেবে জানি। যাদের উপর কোন কিছু না ভেবে আমারা এত ভরসা করি। তাহলে তাদেরও নিশ্চই আমাদের জন্য কিছু করা একান্ত দায়িত্য রয়েছে? কিন্তু যদি দেখেন সেই ডাক্তাররাই যাদের উপর এত ভরসা করি তারাই আমাদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছে তখন কি বলবেন? ভাবছেন এসব কথা কেন বলছি? পড়তে থাকুন... কোন ক্লিনিক, হসপিটাল স্বাস্থ কল্যাণ কেন্দ্র বা পারসোনাল চেম্বার যেখানে বড় ডাক্তাররা বসেন সেখানে আসে পাশে একটু খেয়াল করলেই দেখতে পাবেন বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন ভিড় জমিয়েছে! কি ভাবছেন? তারাও কি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে এসছে? না তারা কোন ট্রিটমেন্ট নিতে আসে না। তারা আসে ডাক্তারদেরকে ঘুষ দিতে। যে ঘুষের বিনিময়ে সেই ডাক্তাররা ঐ ঘুষদাতা কোম্পানির ওষধ প্রেসক্রিপশনে লিখে থাকে। এই ঘুষ গুলা এতটাই সাইড ইফেক্ট যুক্ত যেটার কারনে রোগীর যে ওষধ খাওয়ার কোন দরকার নেই সেটাও তার প্রেসক্রিপশনে লেখা হয়!! শুধু তাই নয় যে অসুখটা ৫০ টাকার ওষধ খেলেই ভালো হয়ে যাবে, সেখানে ঐ ডাক্তার আপনাকে ৫০০ টাকার ওষধের প্রেসক্রিপশন লিখে দিবে
। এভাবে প্রয়োজনের অধিক ওষধ সেবনের ফলে রোগীর অনেক ক্ষতি হয়ে যায়। আর সরকার থেকে যে ওষধ গুলা দেয় তার মধ্যে দামী ওষধ যেগুলা সেগুলা ডক্তাররা প্রেসক্রিপশনে কখনই লিখবে না। এটা ডাক্তাররা বাজারে বিক্রি করে দিয়ে সবাই মিলে টাকা ভাগা ভাগি করে নেয়! আর ওষধ কোম্পানির লোকজন যারা সব সময় চেম্বারের আসে পাশে ঘোরা ঘুরি করে তারা চেক করার জন্য থাকে যে ডাক্তার আসলেই তাদের ওষধ লিখছে কিনা। রোগী যখন ডাক্তারের কাছে থেকে প্রেসক্রিপশন নিয়ে বের হয়ে আসে তখন তারা অনেক রোগীকেই বলে দেখি একটু আপনার প্রেসক্রিপশনটা। তখন তারা সেটা চেক করে যে ডাক্তার চুক্তি মত কাজ করছে কিনা। এটা গেলো সাধারন অসুখ গুলার কথা।
আপনার অসুখ যদি একটু গুরুতর হয় তাহলে তো আপনি মরেছেন। এই পরীক্ষা সেই পরীক্ষা কত কি পরীক্ষাই না আপনাকে করতে হবে। এই সব পরীক্ষা করাতে করতে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন :-& । এই পরীক্ষা গুলো থেকেও তারা কমিশন খেয়ে থাকে। নিচের ছবিটা দেখুন ডেসটেনীর মত লেখা আছে Refered By : XXX.
এই পরীক্ষাটা আমার আম্মাকে দেয়া হয়েছিল।
রোগীর পেটে গ্যাস হলে অনেক ডাক্তার আছে যারা এপিন্ডি সাইডের ব্যাথা বলে অপারেশন করে। ডাক্তারদের মধ্যে কত্ত প্যাচ যে আছে এটা এক আল্লাহ ছাড়া কেও জানে না।
ডাক্তারদের এসব কুকর্মের জন্য সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে নিম্ন আয়ের মানুষরা। ডাক্তারদের কাছে অনুরোধ দয়া করে মানুষ নিয়ে খেলা বন্ধ করুন।
এতকিছুর পরে যদি আমরা ডাক্তারদেরকে কসাই নামে ভুষিত করি তবে ভুল করবো?
একবারে তাদের এত সব কুকর্ম তুলে ধরা সম্ভব না তাই পরের পর্বে তাদের আরো কার্সাজী তুলে ধরবো।
তবে হ্যা অনেকেই ব্যাতিক্রম আছে। ভাল ডাক্তারও আছে। কিন্তু বাংলাদেশে এর সংখ্যা খুবই কম। মানে আসলেই কম। হাতে গোনা কয়েকটা! যারা ভালো আছেন তাদেরও নাম খারাপ হওয়াটাই স্বাভাবিক। নিজেদের নাম অক্ষুন্ন রাখতে এসব কুকর্মকারী ডাক্তারদের বিরুদ্ধে আপনাদেরকেই ব্যবস্থা নিতে হবে।
সচেতন হন ভালো থাকুন...
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩