আবু হেনা রনি আমাদের রাজশাহী নাটোরের ছেলে যাকে কিনা বাংলাদেশের মিডিয়া চিনে না সে এখন Z Bangla চ্যানেলের স্টার...


। যদিও এখন সুনাম ছড়িয়ে যাওয়ার পর আমাদের দেশের মিডিয়া তাদেরকে নিয়ে অনেক চিন্তিত এই ভেবে তাদেরকে নিয়ে কি করা যায়। এর মানে কি এটাই দাঁড়ায় না যে সুযোগের অভাবে আমাদের দেশের অনেক প্রতিভা ঝরে যাচ্ছে?? সব ক্ষেত্রেই একি অবস্থা। প্রতিভা আছে কিন্তু সুযোগ না! যাই হোক শুনেছি মিরাক্কেল-৬ এ বাংলাদেশ থেকে যারা ভালো পারফরমেন্স করছে তাদেরকে নিয়ে এই ঈদে একটা নাটক বের করবে। আমাদের দেশের মিডিয়া চ্যানেল গুলা আমাদেরকে বিনদোন হিসেবে অ্যাডস, টক শো

, খবর, নাটক আর সাকিব খানের সিনেমা ছাড়া কি দেয় বলেন...? যদিও নাটক খারাপ লাগেনা এবং খবর দেখেও অনেক বিনোদন পায়। একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের খবর দেখতে লাগলে কিভাবে জানি বিনোদন চলে আসে যেটা অন্য কোন দেশের চ্যানেলে তেমন একটা আসে না। যাই হোক এসব বলে লাভ নাই...
মিরাক্কেলের ভিডিওটা দেখতে এখানে গুতা মারেন। অনলাইনেই দেখতে পারবেন আর ইচ্ছা হলে ডাউনলোড করেও দেখতে পারবেন।
ভিডিওটা দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন। কেন পস্তাইবেন বলি... আপনি লিমিটেড ডাটা ইউজার হইলে দেখার পর আপনার মনে হবে... আহহারে ১৮MB খাইয়া ফালাইলো


। আর যদি না দেখেন তাহলে আপনার এটা মনে হবে... কি যে ছিলো ভিডিওটাই দেখলাম না...

। লিমিটেড ডাটা ইউজার ভাইরা ডাটার দিকে খেয়াল রেখে ভিডিওটা দেখবেন। আগেই বলে দিচ্ছি ভিডিওটা ১৮MB। এখন সিদ্ধান্ত আপনার। শুভ কামোনা সবার জন্যে...
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১