রাজশাহী থেকে ঢাকা আসলাম গতকাল রাতে। আগামীকালকেই আবার রাজশাহী ফিরতে হবে। তাই কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম, রাজশাহী যাবার ফিরতি টিকেট করতে।। গন্তব্য- বনানি রেল স্টেশন।
ফিরতি টিকেট কাঁটা শেষে কিছুক্ষণ বনানীর রাস্তায় হাঁটছিলাম... হটাত চোখ আটকে গেলো এক অ্যান্টির উপর... চল্লিশোর্ধ বয়স্ক এক অ্যান্টি টাইট জিন্স আর ফিটিং টি-শার্ট পরে ছোট ছোট কিউট দুটি মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে শপিং করতে যাচ্ছে... রাস্তার পাশেই বনানীরই কিছু ভদ্রগোচিত ছেলে টুন করে উঠলো, "হাই সেক্সি!!"
আরেকজন, "মাম্মা, __টা কিন্তু জটিল"... অবাক হয়ে কিছুক্ষণ চারপাশের মানুষকে দেখলাম... সবাই চোখের পলকে ধর্ষণ করে চলেছে সেই অ্যান্টিকে...
হতবাক হয়ে ফিরে এলাম... শুধু ভাবতে লাগলাম, দোষটা কাকে দিবো?? অ্যান্টির তো অধিকার আছে এমন ড্রেস পরার... "অশালীন ড্রেস" তা তো বলা যাবে না !! হিন্দি ফিল্ম আর সিরিয়ালের আগ্রাসনে এখন অনেক ড্রেসই শালীনতার মর্যাদা পেয়ে গেছে !!
তাহলে দোষকি সেই ছেলেগুলোর মানসিকতার?? হয়তো হ্যা, নয়তো না।
আমি শুধু এতটুকু জানি, আমার "মা"কে যেন এমন শব্দ শুনতে না হয়, আমার বোনকে যেন শুনতে না হয়, আমি সে চেষ্টাটাই করবো।।