একটু দাঁড়ান !! ফেসবুকে আপনি হয়তো অনেক সময় নষ্ট করেন, আজ চেয়ে নিচ্ছি মাত্র ৫টি মিনিট। পারবেন না দিতে???
আমরা এডমিনরা পেজ চালাই নিছক মনের আনন্দে ও আপনাদের আনন্দ দিতে। আমাদের সাথেই পেজ চালিয়ে আপনাদের আনন্দ দেন এমন একজন এডমিন “মাহতাব” ভাই। আজ আপনাদের কাছে আবেদন নিয়ে আসছি, আসুন “মাহতাব” ভাইয়ের বাবাকে বাঁচাই-
প্রথমে বলে নেই , এই পোস্টটি আগেও মানবিকতার খাতিরে বিভিন্নি পেজে শেয়ার করা হয়েছিল। এরপর ভৌতিক অভিজ্ঞতা ( Paranormal Experience ) নামে একটি পেজ এটিকে “পেজ এডমিনদের একটি টাকা আত্মসাতের প্রতারনা” বলে মিথ্যে অপ্রপচার চালায়।এবং টাকা দাবী করে। যার স্কিন শট নেওয়া আছে। ভাবতে বড় অবাক লাগে, আজ মানুষকে বাঁচানোর জন্য আবেদন জানালেও কিছু অমানুষ সস্তা জনপ্রিয়তা পেতে বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। প্রথমেই এ পোস্ট এর সত্যতা যাচাইয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের লিঙ্ক দেওয়া হলো
বাংলা নিউজ- Click This Link
হ্যালো টুডে- http://hello-today.com/ht/39426#comment-2244
খবর ২৪- http://www.khobor24.com/?p=31995
রংপুর ওয়েব- Click This Link
আসুন এবার “মাহতাব” ভাই এর কাছ থেকেই জানি বাবাকে নিয়ে উনার আকুলতা-
//ছোটবেলাতে ঘুম থেকে উঠেই খাবার খুঁজতে চলে যেতাম বাসার নির্দিষ্ট জায়গায়। কোনদিন যদি খাবার না পেতাম তখন আমার আকাশ বাতাস ফাটিয়ে কাঁদতে বসে যেতাম। সেই সময় আব্বা মাথায় হাত বুলিয়ে হোটেলে নিয়ে গিয়ে পেট পুরে নাস্তা খাওয়াতো। ঈদে বাবা নিজের কাপড় না কিনে কষ্টের সংসারে আমাদের ভাইবোনদের জামা কাপড়ের ব্যবস্হা করতেন।অভাবের সংসার হলেও আমার বায়না বাবা শত কষ্টেও পুরন করার চেষ্টা করতেন। আজ ভেজা চোখে অনেক স্মৃতিই মনে পড়ছে। বাবা প্রচন্ড কষ্টে বিছানায় কাতরাচ্ছে, আর আমি চোখের জল ফেলছি, বাবার মৃত্যুর প্রহর গোনা ছাড়া আমার করার কিছুই নেই।
গত বছরের ফেব্রুয়ারিতে বাবার ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। এরপর আমার পৃথিবীতে নেমে আসে অমানিষার আঁধার। কারন সাত ভাই বোনের মধ্যে আমি শুধু পড়াশোনা করছি। এখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র আমি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা অসুস্হ হওয়ায় আমার পড়াশোনার পথ রূদ্ধ হওয়ার পথে। বাবার চিকিত্সার জন্য উঠে পড়ে লাগলাম। রংপুর থেকে ঢাকা নিয়ে গেলাম। ডাঃ আহমেদ মোর্শেদের তত্বাবধানে চিকিত্সা চলে। ইতোমধে আমাদের জমি বিক্রি করে ফেলতে হয়েছে। ডাঃ আহমেদ মোর্শেদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাইশটি রেডিও থেরাপি দেয়া হয়। কিছু দিন পর আবার বাবা সেই আগের মতই। আমি বন্ধুদের সাহায্য নিতে থাকলাম আর ওদিকে আমার মেঝোবোনের জমানো অর্থ সবই শেষ। এর মধ্যে যথেষ্ট সাহায্য করেছেন ঢাকা মেডিকেল কলেজের অনকোলজিস্ট "রকিব উদ্দিন স্যার"।
চিকিত্সা থেমে নেই চালিয়ে যেতে হচ্ছে দীর্ঘ এক বছর থেকে। এর মধ্যে একবার কেমো থেরাপি দেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। দ্বিতীয় কেমো নির্দিষ্ট সময়ে না দিতে পারায় ডাক্তার রা সাজেস্ট করেন ওরাল থেরাপি। এরই মধ্যে আমাদের পরিবার প্রায়ই পথে বসে গেছে। ইমিডিয়েট দরকার ২৫ হাজার টাকা, এরপর আরো ৫০ হাজার টাকা। অথচ সিকি পয়সাও আমাদের পকেটে নেই। যা আছে তা শুধুই চোখের জল। যা ক্রমাগত চোখ কে সিক্ত করছে। সর্বোপরি বাবার সব কয়টি থেরাপি কম্প্লিট করতে প্রায় দু’লক্ষ টাকার প্রয়োজন অথচ আমাদের সংসারের আহার এবং আমার পড়াশোনার পথ রূদ্ধ। আমি আমার বাবার ব্যাপারে কারো কাছে সাহায্যের জন্য হাত পাতি নি। তবে আশরাফুল আংকেল, আমাদের প্রতিবেশী, তার ফার্মেসী থেকে ঔষধের ব্যাপারে অনেক সহযোগীতা করেছেন। সর্বশেষ ডাক্তার দুই এক দিনের মধ্যের ওরাল থেরাপি শুরু করতে বলেছেন, দেরি হলে সর্বনাশ। প্রচন্ড শ্বাসকষ্টের কারনে নেবুলাইজ করতে হচ্ছে। এই টাকাটাও আজ ধার করে নেবুলাইজ করলাম। আমার বাবা আমার মাঝে স্বপ্ন দেখতেন আমি পড়াশোনাটা শেষ করেই একটা ভাল চাকরি সংসারের হাল ধরবো। বাবার স্বপ্ন বিচ্যুত হতে চলেছে। বাবার চিকিত্সার টাকা ম্যানেজের চিন্তায় আমি মানসিক, শারিরিক ভাবে দুর্বল হয়ে পড়ছি। বারবার চোখে ভাসছে আমার বাবা কি মারা যাবে? নিজেকে অনেক বেশী অপরাধী মনে হচ্ছিলো, আমার করার আর কিছুই নেই বাবা, আমার করার কিছুই নেই! আমার বন্ধুদের কাছে ধারের পরিমান প্রায় চল্লিশ হাজার টাকা। তারা আমাকে চাপ দিবে না জানি, কিন্তু এই মুহুর্তে বাবাকে আমি বাঁচাতে পারবো না কিছু টাকার জন্য? আমি আমার পারিশ্রমিক ছাড়া কারো কাছ থেকে একটি টাকাও দান নেই নি। আজ হয়তো আমি দেশের মানুষের কাছে বাধ্য হয়ে হাত পেতে ফেলেছি, আমার চোখের সামনেই কিছুতেই বাবাকে মরে যেতে দিতে পারছি না। দেশের এত বিত্তবান মানুষ কেউ আমার বাবাকে বাঁচাতে এগিয়ে আসবে না?
যদি কোন হৃদয়পূর্ণ,হৃদয়বান মানুষের চোখে এই লেখাটা পড়ে সে আশাতে বসে আছি!
--মাহতাব হোসেন
01717768328,
•••contact•••
মাজেদুল ইসলাম -01727214909 (মাহতাব ভাই মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় মাজেদুল ইসলাম কে ফোন করতে পারেন।)
••• AC no •••
Md. Mazedul Islam Prodhan
Account no. 162.101.5806
Dutch-Bangla Bangla Bank, Rangpur Branch.
একজন সন্তানের আর্তনাতঃ আমার বাবা কি বাচবে না ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন