গ্রুপ গুলোর অনেক বার দেখা হয়ে গেছে , আর এই বিষয়ে কিছু বলতে চাই না ।
মজার ব্যাপার হচ্ছে জি ও এইচ গ্রুপ হতে ব্রাজিল বা স্পেনের কেউ যদি তাদের গ্রুপ হতে প্রথম ও দ্বিতীয় হয়ে যায় , তাহলে দ্বিতীয় রাউন্ডেই তাদের পরষ্পরের মুখোমুখি হতে হবে এবং এক দলকে বাদ পড়তে হবে । সে হিসেবে দুই টপ ফেভারিটের একদল বাদ পড়লে বিশ্বকাপটাই ম্যারমেরে হয়ে যাবে। আর দুই দল যদি ঠিক মত এগোয়, মানে সবগুলো ম্যাচ জিতে তাহলে তাদের ফাইনালে দেখা হবে । সে হিসেবে সারা বিশ্ব এই দুই দলের একটা জমজমাট ফাইনাল আশা করতেই পারে ।
অবশ্য কোয়ার্টার ফাইনালের আগেই ব্রাজিল , পর্তুগাল এবং স্পেনের কাউকে বাদ পড়তেই হবে ।
সেকেন্ড রাউন্ডে এ গ্রুপের চ্যাম্পিয়নের সাথে বি গ্রুপের রানার্সআপ , বি এর চ্যাম্পিয়নের সাথে এ এর রানার্সআপ , এভাবে সি এর সাথে ডি , ই এর সাথে এফ , জি এর সাথে এইচ গ্রুপের খেলা হবে ।
আবার কোয়ার্টার ফাইনালে গিয়ে ফরমেশনটা হবে গ্রুপ এ & সি , বি & ডি , ই & জি , এফ & এইচ ।
আরেকটা মজার ব্যাপার হলো ব্রাজিল ও আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সব গুলা ম্যাচ জিততে পারে তাহলে তাদের ফাইনালে একসাথে দেখা হয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৪৭