নাম্বার টেনঃ ব্লগে যারা বেশি কমেন্ট করেন এরকম দশজন বাছাই করেন।
নাম্বার নাইনঃ ব্লগে যারা নিয়মিত পোস্ট দেন এরকম আরো দশজন বাছাই করুন।
নাম্বার এইটঃ উপরের দুটি কাজ ঠিকমত করতে পারলে , আপনার কাজ অনেকটা শেষ। এবার আসল কাজ শুরু। উপরের ২০ জনের ২০ টি লিখা রেন্ডমলি লিংক পোস্টে যোগ করুন।
নাম্বার সাতঃ উপরের উনাদের বাইরে ১০ টি মেয়ে নিকের ১০ টি মিষ্টি কবিতা সিলেক্ট করে লিংক যোগ করুন।
নাম্বার ছয়ঃ উপরের ৩০ জনের পোস্টে কয়েকবার আনাগোনা করে যত বেশি প্রশংসা করা যায় তার চার ডাবল বেশী প্রশংসা করে আসুন।
নাম্বার পাঁচঃ মডারেটররা কোন সময় ব্লগে লগইন থাকে খেয়াল করুন।
নাম্বার চারঃ ব্লগ নিয়ে আলোচিত এরকম দশটি পোস্টের লিংক যোগ করুন।
নাম্বার তিনঃ ব্লগের মডারেটরা লিখেছেন এরকম কয়েকটি পোস্টের বাঁধভাঙা প্রশংসা করে কয়েক লাইন মনের মাধুরি মিশিয়ে লিখুন।
নাম্বার দুইঃ ব্লগের মডারেটরা কোনো পোস্ট করলেই দারুন একটা সুন্দর কমেন্ট করে খাতির জমিয়ে ফেলুন।
নাম্বার একঃ এইটা হলো আসল টোটকা। ব্লগের সর্বশ্রেষ্ট জোলাপ। এবার আপনার পোস্টখানা মডারেটদের উৎস্বর্গ করুন।
শতভাগ গ্যারান্টিড আপনার পোস্টখানা নির্বাচিত পাতার ঔজ্জ্বলতা বাড়াবে, আর উনাদের সাথে খাতির জমাতে পারলে আঠাযুক্তও হতে পারে।
তারপরও যদি আপনার মনের সাধ পূরণ না হয়,তবে কম্পুটারের কী বোর্ডে ব্লগের নীচে নিয়ে কটকটিওয়ালার কাছে বিক্রি করে ইচ্ছেমতো কটকটি খান, আর মনের সুখে ব্লগের চৌদ্দগোস্টি উদ্দার করে মনের ঝাল মিটান।
টাটা , বা.........বাই।