#কথন_১,
সুন্দরবনের অতি নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরির বিরোধিতা করে আসছে জনগণ,কিন্তু সরকার এই বিদ্যুৎ কেন্দ্র করার ব্যাপারে এখনও অনড় রয়েছে।
.
#কথন_২,
বুধবার (২৭ এপ্রিল) সকালে আবারো সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাইরেঞ্জের ধানসাগর স্টেশনের পঁচিশ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলায় আগুন লাগে এবং সেই আগুন এখনও জ্বলছে!
দুঃখজনক ব্যাপার হচ্ছে গত ১মাসে #চারদফা আগুনে পুড়ল বিশ্বের সর্ববৃহৎ এ ম্যানগ্রোভ বনটি।গত ২৮ মার্চ, ১৩ এপ্রিল, ১৮ এপ্রিল এবং সর্বশেষ ২৭ এপ্রিল এ রেঞ্জে আগুনে পুড়লো বনভূমি।
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে বন কর্মকর্তারা জানান, তাদের সন্দেহ এ আগুনের পেছনে রয়েছে #দুর্বৃত্তরা। এর আগেও একই কথা বলেছিলেন বন কর্মকর্তারা।
.
#আমার_কথান,
শুনেছিলাম কোন একটি মানুষ নাকি প্রতিবেশীর বাড়ির পাশে প্রশাব করতে গিয়ে বাঁধার সম্মুখিন হয়েছিলেন।কারণ এতে প্রতিবেশীর বাড়ির পরিবেশ দুর্গন্ধময় হয়ে উঠবে!আশে পাশের সকল মানুষ সেই প্রতিবেশীর পক্ষ নিয়েছিলো,শুধু এই মানুষটির পরিবারের সদস্য ছাড়া।
অবশেষে একদিন সকালে দেখা গেলো প্রতিবেশীর সেই বাড়িটি আগুনে পুড়ছে।
.
#শেষ_কথন,
বাঁচার জন্য যেমন প্রশাব করাটাও জরুরী তেমনি আধুনিক বিশ্বে বসবাসের জন্য বিদ্যুৎ উৎপাদনও জরুরী।
কিন্তু তাই বলে তো আর প্রতিবেশী বাড়িতে প্রশাব করতে পারি না।আর সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্রও তৈরি করতে পারি না।
#ফালতু_কথন_শেষ
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯