সম্প্রতি ইলেকট্রনিক জায়ান্ট সনি এমন একটি হ্যান্ডসেট তৈরি করছে বলে গুজব উঠেছে যাতে নাকি পোর্টেবল প্লেস্টেশন গেম কনসোল থাকবে। অনলাইনেও সনির এই হ্যান্ডসেটটির ছবি ছড়িয়ে পড়েছে। আর গুজবের কথা সত্যি হলে সনির এই নতুন হ্যান্ডসেটটির নাম হতে পারে ‘প্লেস্টেশন ফোন’। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সনির প্লেস্টেশন হ্যান্ডসেটটির গুজবের জবাবে সনির মুখপাত্র জানিয়েছেন, কোনো ধারণা বা কোনো গুজবে কোনো মন্তব্য করবে না সনি।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সনির এই প্লেস্টেশন হ্যান্ডসেটটি চলবে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এই অপারেটিং সিস্টেমটি জিঞ্জারব্রেড হিসেবে পরিচিত। এছাড়াও সনির ‘মার্কেটপ্লেস’ অ্যাপ্লিকেশন থেকে গ্রেম ডাউনলোড করার অপশনও আছে। এ ছাড়াও ১ গিগাহার্টজ কোয়ালকম প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং ইউএসবি অপশন থাকবে এই হ্যান্ডসেটটিতে।
এনগ্যাজেট এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বছরই এই হ্যান্ডসেটটি বাজারে আনতে পারে সনি। আর এ বিষয়ে আগামি ফ্রেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ হ্যান্ডসেটটি বিষয়ে ঘোষণা দেয়া জানানো হবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সনি এই হ্যান্ডসেটটির গুজবের ব্যাপারে মন্তব্য করতে নারাজ হলেও ব্লগে প্রকাশিত হওয়া ছবিটির সত্যতা আছে কিনা বা এইরকম হ্যান্ডসেটের পরিকল্পনা আছে কিনা সে ব্যাপারেও মুখ খোলেনি।
সোর্সঃ Bdnews24.com