
আমায় একটু নীল এনে দাও ঐ বিশাল নীল আকাশ থেকে...
আমি উড়ন্ত পাখীর মতন,
রঙ মাখি গায়ে !
আমায় গভীর রাতের একটা তারা চুরি করে এনে দাও...
কেউ যেন না দেখে !
আমি আমার হাতের অনামিকা সাজাবো...
হীরের মতন ঝলকে !
আমায় একটা ভরা পূর্ণিমার চাদঁ নামিয়ে দাও...
আমি কপালের টিপ করি সেই হলুদেরে,
তৄতীয় নেত্রের আদলে !
আমার জন্য এক্ষুনি বৄষ্টি নামাও তুমি...
আমি বৄষ্টির ঝাপটার সাথে খেলবো,
নূপুর নিক্কনে !
আজ দক্ষিনা বাতাস কে দাও ছুটি...
আমি উত্তরের হাওয়ায় মন মাতাবো,
নির্ভুল পথে-- বেহিসেবি ছন্দে !
আবার হঠাৎ করেই দিব ডুব---
কাওকে কোনকিছু না বলে !
আমার অনুপস্থিতি সবার মাঝে শুণ্যতা সৄষ্টি করে দিবে !
এক্ষনি আমার জন্য এই পৄথিবীর সব শব্দ থামিয়ে দাও তুমি...
শুধু পাখীদের গান থাকুক !
সবুজ পাতা আর সূর্যের আলোর লুকোচুরির সাথে !
আজ তুমি থাকো-- কাছাকাছি...
সারাক্ষণ--
ছায়ার মতন !
ভুল করেও যেনো হারিয়ে না ফেলি !
রাত যেমন করে আমাকে ফাকিঁ দিয়ে যায় চলে...
শুধু শুভ্র একটা সকাল এনে দিবে বলে !
১৫।০৪।২০১২
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৬