MASONIC SYMBOLS OF POWER IN THEIR SEAT OF POWER -- WASHINGTON, D.C. ফ্রিম্যাসনারি গোষ্ঠী সর্ম্পকে ধারাবাহিকভাবে লিখছি। তৃতীয় পর্বে লিখেছি যে-১৭১৭ সালের ২৪ জুন লন্ডনে প্রথম ফ্রিম্যাসনদের গ্র্যান্ড লজ প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন আইজাক নিউটনের এক বন্ধু। প্রথম গ্র্যান্ড মাষ্টার নিযুক্ত হন আন্থনি সেয়ার। এর অল্প কিছুকাল পরই ফ্রিমেইসনরা ‘নতুন বিশ্বে’ পাড়ি জমায়। সেই নতুন বিশ্বের ভার্জিনিয়ার দক্ষিণে ক্যারোলিনায় ততদিনে প্রথম ইংরেজ বসতি গড়ে উঠছিল;এবং ১৭৩৩ খ্রিস্টাব্দের মধ্যেই জর্জিয়াসহ তেরোটি উপনিবেশের পত্তন হয়। নতুন উপনিবেশের ধর্মীয় বৈশিষ্ট্য ছিল বহু ধর্মসম্প্রদায়ের বহুমাত্রিক সমাবেশ, এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল জার্মান এবং ডাচ সংস্কারবাদীগণ, রোমান ক্যাথলিক এবং স্কচ-আইরিশ Presbyterians; এছাড়া অনেক রাজকীয় কর্মকর্তা এবং ব্যবসায়ী ছিলেন এঞ্জেলিকান। জোনাথন এডওয়ার্ড নামে একজন ধর্মপ্রচারক ১৭৪০ সালে যে ধর্মবিপ্লবের ডাক দেন তা The First Great Awakening নামে পরিচিত। এই ধর্মবিপ্লবের সময়েই ফ্রিমেইসনারি গোষ্ঠীর সদস্যরা উপনিবেশ-আমেরিকায় আসতে থাকে। অ্যালবার্ট পাইক নামে এই গোষ্ঠীর একজন তাত্ত্বিক মুক্ত এবং স্বাধীন আমেরিকায় পরবর্তীকালে উচ্চারণ করবেন: "Masonry, successor to the Mysteries (Babel, Mythras, Tummuz, Whicka,etc.) still follows the ancient manor of teaching." [ "Morals and Dogma.p.22 ]
ম্যাসাচুসেটস বোস্টন-এ ১৭৩৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রথম মার্কিন ফ্রিমেইসনারি লজ। এই লজ-এর গ্র্যান্ড মাস্টার নিযুক্ত হয়েছিলেন হেনরি প্রাইস (১৬৯৭-১৭৮০)।
সপ্তদশ শতকজুড়ে হেনরি প্রাইস- এর তত্ত্বাবধানে ইংল্যান্ড থেকে ফ্রিমেইনারিরা আমেরিকায় আসতে থাকে। গ্র্যান্ড লজ অভ ইংল্যান্ড হেনরি প্রাইস কে উপনিবেশের অন্যত্র লজ প্রতিষ্ঠার দায়িত্ব দেয়। প্রাইস ১৭৩৩ খ্রিস্টাব্দের দিকে ফিলাডেলফিয়ায় আরেকটি লজ প্রতিষ্ঠা করেন। ১৭৭৫ খ্রিস্টাব্দে যে আমেরিকান বিপ্লব সূচিত হয়েছিল সেই সময়ের আগেই তেরোটি উপনিবেশে প্রায় ১৫০টি লজ প্রতিষ্ঠিত হয়েছিল । অগ্রসর ইউরোপীয় চেতনা (অর্থাৎ এনলাইটমেন্ট) ধারণ করত বলে বহু মানুষ লজে যোগ দেয়। নতুন উপনিবেশে ফ্রিমেইসনারি গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে।
১৭৭৫ খ্রিস্টাব্দে আমেরিকান বিপ্লব । ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে উত্তর আমেরিকার তেরোটি উপনিবেশ যুদ্ধ ঘোষনা করে। এই বিপ্লবের পরই গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র । বিপ্লবের মূল কারিগরদের অনেকেই ছিলেন ফ্র্রিমেইসন।
১৭৭৪ খ্রিস্টাব্দের মধ্যেই প্রতিটি উপনিবেশ শাসন করার জন্য প্রাদেশিক কংগ্রেস গঠিত হয়। তবে তখনও ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। যারা ওই সম্পর্ক বিচ্ছিন্ন করার কাজে মূল ভূমিকা রাখেন তারা হলেন: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন হ্যানকক, পল রিভেরি, জন মার্শাল, জোসেফ ওয়ারেন এবং জন পল জোন্স। এরা সবাই মেইসন!
জর্জ ওয়াশিংটন। (১৭৩২-১৭৯৯) ইনি আমেরিকান বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন। ইনিও ছিলেন মেইসন!
ফ্রিমেইসনারি গোষ্ঠী সদস্য হিসেবে জর্জ ওয়াশিংটন বাদে পরবর্তীতে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তারা হলেন-জেমস মনরো, অ্যান্ড্রু জ্যাকসন, জেমস কে. পোল্ক, জেমস বুচানান, অ্যান্ড্রু জনসন, জেমস এ. গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে, থিওডোর রুজভেল্ট, উইলিয়াম হাওয়ার্ড টাফট, ওয়ারেন জি. হার্ডিং, ফ্যাঙ্কলিন ডি.রুজভেল্ট, হ্যারি এস. ট্রুম্যান, জেরাল্ড আর. ফোর্ড। কোনও কোনও গবেষক অবশ্য মনে করেন যে থমাস জেফারসন এবং জেমস ম্যাডিসনও ছিলেন ফ্রিমেইসনারি গোষ্ঠী সদস্য। কিন্তু প্রমাণের অভাবে বিষয়টি নিশ্চিত নয়। ( ফ্রিমেইসনারি গোষ্ঠীর সঙ্গে প্রেসিডেন্ট কেনেডি, জিমি কার্টার, রোন্যান্ড রিগ্যান, ক্লিনটন এবং জর্জ বুশ পরিবারের সম্পর্ক পরের পর্বে আলোচনা করব। )
অষ্টাদশ শতকের মাঝামাঝি প্রতিষ্ঠিত Grand Lodge of Pennsylvania- এর অভ্যন্তরীণ দৃশ্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিপেন্ট জর্জ ওয়াশিংটন ১৭৫২ খ্রিষ্টাব্দে ফ্রিম্যাসনারি সংঘে দীক্ষিত হন। ফ্রিম্যাসনারি মতবাদ সর্ম্পকে তাঁর ধারণা ছিল অত্যন্ত উঁচু । কেননা, তিনি, অর্থাৎ প্রেসিপেন্ট জর্জ ওয়াশিংটন ইউরোপের জ্ঞানদীপ্তি যুগের যুক্তিবাদের প্রতি আকৃষ্ঠ হয়েছিলেন। তবে তিনি রাজনৈতিক ব্যস্ততার কারণেই নিয়মিত লজের বৈঠকে অংশ নিতে পারতেন না। ১৭৭৭ খ্রিষ্টাব্দে ভার্জিনিয়া লজে যে কনভেনশন অনুষ্ঠিত হয় তাতে জর্জ ওয়াশিংটন কে গ্র্যান্ড মাষ্টার করার জন্য সুপারিশ করা হয়েছিল। যদিও জর্জ ওয়াশিংটন সে পদ গ্রহন করতে পারেননি সেই সময়কার যুদ্ধবিক্ষুব্দ রাজনৈতিক ডামাডোলের কারণে ।
জর্জ ওয়াশিংটন ম্যাসনারি কৃত্য (রিচুয়াল) পালন করে ওয়াশিংটন শহরের ভিত গড়ে তুলছেন। ।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অবস্থান ঠিক কোথায় হবে সেটি প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনই নির্ধারণ করে দিয়েছিলেন। সপ্তদশ শতকের শেষের দিকে ‘ডিসট্রিক্ট অভ কলম্বিয়ার’ পোটোম্যাক নদীর ধারে গড়ে উঠল ভবিষ্যৎ পৃথিবীর অন্যতম শক্তিশালী নগর ওয়াশিংটন ডিসি। যে শহরটি কিন্তু অন্য কোনও শহরের মতো নয়। কেন? ওয়াশিংটন ডিসি কে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি ম্যাসনারি-নগর গিসেবে গড়ে তোলা হয়েছিল। এবং সেই উদ্দেশ্যে শহরটি প্রধান প্রকৌশলী বা মাস্টার ম্যাসন হিসেবে Pierre Charles L'Enfante নামে একজন ফরাসি ফ্রিমেইসন কে নিযুক্ত করা হয়; তিনি, অর্থাৎ Pierre Charles L'Enfante ... laid out Governmental Center of Washington, D.C., in 1791, he planned more than just streets, roads, and buildings. He planned to use the layout of Governmental Center to hide certain occultic magical symbols, which, when they were instituted, became one large Luciferic, or occultic, symbol.
রাজধানী ওয়াশিংটন ডিসির মানচিত্রে ম্যাসনারি প্রতীক ... এমন আরও ছবি দেখার জন্য ক্লিক করুন ...
Click This Link
লেখক Frederick Goodman লিখেছেন: An occultic magical symbol is defined as "...an image which hides an inner meaning. This meaning is usually cunningly hidden behind a form..." (, Magic Symbols, Brian Trodd Publishing House, Ltd., London, 1989, page 6).
ছবির মতো সুন্দর ওয়াশিংটন ডিসি। কে বলবে এই নগরের বিন্যাসে রয়েছে অশুভ প্রতীক!
অ্যালবার্ট পাইক।(December 29, 1809–April 2, 1891) ইনি মার্কিন ফ্রিমেইসন ভাবনাকে লেখনির মাধ্যমে একটি সমন্বিত রূপ দিয়েছিলেন বলে আজও সম্মানিত।
মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সপ্তদশ শতক থেকেই এদিকে যেমন ফ্রিমেইসর দের ধ্যানধারণা অনুযায়ী লজ এবং নিগূঢ় প্রতীক সম্বলিত ভবন গড়ে উঠছিল । তেমনি ফ্রিম্যাসনারি মতবাদের তাত্ত্বিক ভিত্তি জোরদার হচ্ছিল বিভিন্ন লেখকদের লেখায়। এদের অন্যতম ছিলেন অ্যালবার্ট পাইক, যিনি ছিলেন একাধারে আইনবিদ, কনফেডারেট কর্মচারী এবং একজন ফ্রিমেইসন। অ্যালবার্ট পাইক ১৮৪০ খ্রিস্টাব্দে ফ্রিমেইসন লজে যোগ দেন এবং ১৮৭১ সালে একটি বই লিখে ফ্রিমেইসন গোষ্ঠীর কৃত্য ও আচার অনুষ্ঠান নির্ধারণ করে দেন (a book that describes in detail the 33 ranks of Freemasonry, the stories and teachings associated with each rank, the rituals connected to each rank, and other lodge proceedings) সে বইয়ের নাম: Morals and Dogma of the Ancient and Accepted Scottish Rite of Freemasonry. সে বইতে অ্যালবার্ট পাইক লিখেছেন "The true name of Satan, the Kabalists say, is that of Yahweh reversed; for Satan is not a black god... for the initiates this is not a Person, but a force, created for good, but which may serve for evil. It is the instrument of liberty and free will."[ "Morals and Dogma," p. 102 ] ... তা সত্ত্বেও Pike is still regarded in America as an eminent and influential Freemason.
Morals and Dogma of the Ancient and Accepted Scottish Rite of Freemasonry বইটির প্রচ্ছদ। কেউ হয়তো ফ্রিম্যাসনারি সম্বন্ধে আরও জানতে চাইবে। তাদের জন্য বইটির পি ডি এফ ডাউনলোড লিঙ্ক ...
http://www.mediafire.com/?5esoidmje08aaf4
মার্কিন ফ্রিম্যাসনারি তাত্ত্বিক অ্যালবার্ট পাইক তার মরালস অ্যান্ড ডগমা বইতে আরও লিখেছেন: "Masonry is a search for light. That light. That search leads us back, as you see, to the Kabala. In that ancient and little understood (source book) the infinite will find the source of many doctrines; and (he) may in time come to understand the Hermetic philosophers, the Alchemists, all the Anti-papal Thinkers of the Middle Ages, and Emanuel Swedenborg."[ "Morals and Dogma," p. 741 ]পাইক আরও লিখেছেন: "All truly dogmatic religions have issued from the Kabala and return to it; everything scientific and grand in the religious dreams of the Illuminati, Jacob Boeheme, Swedenborg, Saint Martin, and others is borrowed from the Kabala; all Masonic associations owe to it their secrets and their symbols." [ Albert Pike "Morals and Dogma," p. 747 ] অ্যালবার্ট পাইক এর উল্লেখিত কাবালার জনক কিং সলোমন ( গত পর্ব দেখুন)। তার আরাধ্য হল একজন ‘ফলেন অ্যাঞ্জেল’ বা ‘বিপথগামী দেবদূত’- যার নাম ‘রাজিয়েল।’ এক কথায় শয়তান!
The picture above is a Satanic Baphomet or pentagram over Washington D.C. using real roads.
অ্যালবার্ট পাইক আরও লিখেছেন: "Though Masonry is identical with the ancient Mysteries, it is so only in this qualified sense: that it presents but an imperfect image of their brilliancy, the ruins of their grandeur .." [ "Morals and Dogma; p.22 ] পাইক আরও লিখেছেন: "These two divinities (Sun and Moon, Osiris and Isis, etc) were commonly symbolized by the generative parts of a man and a woman; to which in remote ages no idea of indecency was attached ; the Phallus (penis) and the Cteis (vagina), emblems of generation and production, and which, as such appeared in the Mysteries (I believe Masonry is the revival of these). The Indian Lingam was the union of both, as were the boat and mast and the point within the circle." (key Masonic symbols) "Morals and Dogma," p. 401 ]
উইলিয়াম মরগ্যান (১৭৭৪-১৮২৬) মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রিম্যাসনারি গোষ্ঠীর প্রথম বলি।
জর্জ ওয়াশিংটন এবং অন্য ম্যাসনারিরা আমেরিকান বিপ্লবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে মার্কিন সমাজে তারা অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছিল। সাধারণ মার্কিনীদের মধ্যে তাদের ছিল প্রভূত সম্মান, তাদের জয়জয়াকার। যদিও সাধারণ নাগরিক তাদের গোপন পরিকল্পনা ঘুনাক্ষরেও টের পায়নি। অবশ্য ১৮২৬ খ্রিস্টাব্দে হাওয়া তাদের বিরুদ্ধে চলে যায়, তাদের সব হিসেব উলটে যায়। উইলিয়াম মরগ্যান নামে নিউইয়র্ক শহরের এক নাগরিক অপহৃত এবং খুন হন ফ্রিম্যাসনারিদের হাতে। উইলিয়াম মরগ্যান ফ্রিম্যাসনারি গোষ্ঠীতে যোগ দিয়েছিল। (ফ্রিম্যাসনারি গোষ্ঠীর নিয়ম এই যে কেউ গোষ্ঠীর গোপন ত্য ফাঁস করে দিলে তার শাস্তি মৃত্যুদন্ড!) After Morgan announced his intention to publish a book exposing Freemasonry's "secrets", he was arrested, kidnapped by Masons, and believed murdered. এতে স্ফূলিঙ্গের মতো মার্কিন যুক্তরাষ্টজুড়ে ফ্রিমেইসনবিরোধী রোষানল ছড়িয়ে পড়ে । নিউইর্য়কবাসী রাজনীতিবিদ থারলো উইড ম্যাসনারি-বিরোধী রাজনৈতিক দল গঠন করেন। যারা প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন এর বিরোধীতা করেছিলেন।
ম্যানলি পামার হল (১৯০১-১৯৯০) কানাডিয় জন্মগ্রহনকারী বিখ্যাত 33° ফ্রিমেইসন লেখক
তবে আজও মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রিমেইসন গোষ্ঠীর প্রভাব অব্যাহত রয়েছে। বিভিন্ন ফ্রিমেইস লেখক এই গোষ্ঠীর পক্ষে নিরন্তর লিখে যাচ্ছেন। এদের একজন বিংশ শতকের ফ্রিম্যাসনারি তাত্ত্বিক ম্যানলি পামার হল । ইনি ১৯২৮ সালে The Secret Teachings of All Ages নামে একটি বই লিখেছেন। তিনি কি বিশ্বাস করতেন? দেখা যাক। ম্যানলি পামার হল লিখেছেন: "Man is a god in the making. And as the mystic myths of Egypt, on the potter’s wheel, he is being molded. When his light shines out to lift and preserve all things, he receives the triple crown of godhood." The Lost Keys of Freemasonry, p. 92) ম্যানলি পামার হল আরও লিখেছেন: "European mysticism was not dead at the time the United States of America was founded. The hand of the mysteries controlled in the establishment of the new government for the signature of the mysteries may still be seen on the Great Seal of the United states of America. Careful analysis of the seal discloses a mass of occult and Masonic symbols chief among them, the so-called American Eagle. ... the American eagle upon the Great Seal is but a conventionalized phoenix.
এ বিষয়টি নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এবং হচ্ছে
ম্যানলি পামার হল আরও লিখেছেন: "Not only were many of the founders of the United States government Masons, but they received aid from a secret and august body existing in Europe which helped them to establish this country for A PECULIAR AND PARTICULAR PURPOSE known only to the initiated few." (Manly P. Hall, The Secret Teachings of All Ages, pp. XC and XCI) ম্যানলি পামার হল আরও লিখেছেন: : "Masonry makes no profession of Christianity... but looks forward to the time when the labor of our ancient brethren shall be symbolized by the erection of a spiritual temple... in which there shall be but one altar and one worship; one common altar of Masonry on which the Veda, Shatra, Sade, Zeda-Avesta, Koran and the Holy Bible shall at who’s shrine the Hindu, the Persian, the Assyrian, the Chaldean, the Egyptian, the Chinese, the Mohammedan, the Jew and the Christian may kneel." [ "The Kentucky Monitor" Fellowcraft Degree p. 95 ]
এভাবে আজও মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রিমেইসনদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
The House of the Temple. এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মেইসন উপাসনালয়। ১৯৪৪ সালে অ্যালবার্ট পাইক এর দেহভস্ম এখানে এনে সমাহিত করা হয়।
চলবে ...
প্রথম পর্বের লিঙ্ক
Click This Link
ছবি: ইন্টারনেট।
এই পর্বের তথ্যসূত্র:
Click This Link
http://www.freemason.com/library/begin27.htm
http://watch.pair.com/mason.html
http://www.cuttingedge.org/n1040.html
ভিডিও লিঙ্ক
Click This Link
Click This Link
শেষপর্বে বিস্তারিত তথ্যসূত্র যুক্ত করা হবে
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩৫